সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত এক দেড় বছরে ভারতের টস ভাগ্য শুধু মন্দ বললে ভুল হবে, বলতে হয় জঘন্য। যে ফরম্যাটেই হোক, অধিনায়ক যে-ই হন টস জেতাটা যেন বিরল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার ক্রিকেটের নন্দনকাননেও সেই টস হার। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। যেমনটা প্রত্যাশিত ছিল। যার অর্থ ভারতকে প্রথমে ফিল্ডিং করতে হবে। মজার কথা হল, এর আগে ভারতে শেষ ৭ টেস্টে টস হেরেছিল দক্ষিণ আফ্রিকা। শেষবার ২০-১০ সালে এই ইডেনেই টস জিতেছিল প্রোটিয়া ব্রিগেড। আবার সেই ইডেনেই ফিরল বাভুমাদের টস ভাগ্য।
ইডেনের পিচে টস ভীষণই গুরুত্বপূর্ণ। কারণ ব্যাটাররা যেটুকু সাহায্য পাবে, সেটা ওই প্রথম এক-দুদিনই। তারপর থেকে পিচে ভালো টার্ন থাকার কথা। ফলে যারা প্রথমে ব্যাট করবে তারা বাড়তি সুবিধা পাবেই। সেদিক থেকে দেখতে গেলে কিছুটা পিছিয়ে থেকেই শুরু করল টিম ইন্ডিয়া।
প্রত্যাশা ছাপিয়ে ভারতের প্রথম একাদশে ৪ স্পিনার। বলা ভালো এক স্পিনার এবং ৩ স্পিন বোলিং অলরাউন্ডার সুযোগ পেয়েছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল জনা তিনেক স্পিনার খেলাতে পারেন শুভমানরা। কিন্তু ইডেনের পিচের ভাবগতিক দেখে সম্ভবত ৪ স্পিনার খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। এক্ষেত্রে গম্ভীরদের অ্যাডভান্টেজ হল ৪ স্পিনারের মধ্যে ৩ জনই ব্যাটিং করতে পারেন এবং ভালোরকম করতে পারেন। শোনা যাচ্ছে, ওয়াশিংটন সুন্দরকে ইডেনে ৩ নম্বরে ব্যাট করতে পাঠানো হবে। অতীতে একাধিকবার কঠিন পরিস্থিতিতে দারুণ ইনিংস খেলে গিয়েছেন তিনি। এবার তাঁকে ব্যাটিং অর্ডারে উপরের দিকে সুযোগ দেওয়া হচ্ছে। আগের ম্যাচে ৩ নম্বরে খেলা সাই সুদর্শনকে বাদ পড়তে হয়েছে। বলে রাখা যাক, এদিন ইডেনের ঐতিহাসিক ঘণ্টা বাজিয়েছেন আরেক কিংবদন্তি স্পিনার। অনিল কুম্বলে।
ভারতের প্রথম একাদশ:
যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, শুভমান গিল, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ
