সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফরম্যাট বদলাতেই ফিরল পুরনো রোগ। ফের টস হারল ভারত। এবার অধিনায়ক সূর্যকুমার যাদব। পর পর টস হারায় ইতিমধ্যেই রেকর্ড করে ফেলেছেন তিনিও। দক্ষিণ আফ্রিকা টস জিতে প্রত্যাশিতভাবেই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল।
২০ ম্যাচে টানা টস হারার পর ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস জেতে ভারত। কিন্তু টি-২০ ফরম্যাটে ফিরতেই ফের টস হার। কটকের বারাবটি স্টেডিয়ামে এমনিতে পিচ ব্যাটারদের সহায়ক হয়। এদিনও তার ব্যতিক্রম হবে না। সমস্যা অন্য জায়গায়। সেটা হল শিশির। ওয়ানডে সিরিজে শিশির বড় ফ্যাক্টর হয়েছিল। যে দল পরে ব্যাট করেছে সেই দলই বাড়তি সুবিধা পেয়েছে। টি-টোয়েন্টিতেও তেমনটাই প্রত্যাশিত। সেই আশাতেই টস জিতে পরে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন মার্করাম।
এদিন ভারতীয় দল নিজেদের চেনা ছকের বাইরে গিয়ে খেলছে। দলে মাত্র একজন বিশেষজ্ঞ স্পিনার হিসাবে খেলছেন বরুণ চক্রবর্তী। শিশিরের কথা ভেবে বাদ দেওয়া হয়েছে কুলদীপ যাদবকে। দলে নেই স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও। গম্ভীরের প্রিয়পাত্র হর্ষিত রানাকেও বাদ পড়তে হয়েছে। দীর্ঘদিন বাদে দলে ফিরেছেন হার্দিক পাণ্ডিয়া। ফলে বাড়তি পেসার ভারতের হাতে থাকছে, সেকারণেই অতিরিক্ত পেসার খেলানোর প্রয়োজন পড়েনি। সেই সঙ্গে শিবম দুবেও রয়েছেন। অক্ষর প্যাটেলও দলে রয়েছেন। চোট সারিয়ে এদিন দলে ফিরেছেন সহ-অধিনায়ক শুভমান গিলও। এই সিরিজ তাঁর জন্যও অগ্নিপরীক্ষা।
ভারতীয় দল:
শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), জশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং।
