সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে খেলার অপেক্ষায় থাকেন দেশের যে কোনও ক্রিকেটার। যশ-খ্যাতি-অর্থ, কী নেই এখানে! আর তারই ফাঁদে পড়লেন এক তরুণ ক্রিকেটার। আইপিএলে রাজস্থান রয়্যালস দলে খেলার সুযোগ মিলবে। এই প্রতিশ্রুতির ফাঁদে পা দিয়ে ২৪ লক্ষ টাকা খোয়ালেন কর্নাটকের এক ক্রিকেটার।
ঘটনার শুরু গতবছরের ডিসেম্বর মাসে। তখন আইপিএলের নিলাম হয়ে গিয়েছে। তার আগে হায়দরাবাদের একটি টুর্নামেন্টে দুরন্ত ক্রিকেট খেলেছিলেন কর্নাটকের তরুণ ক্রিকেটার রাকেশ ইয়াদুরে। সেই সময় এক প্রতারকের নজরে পড়েন তিনি। ডিসেম্বরে ওই প্রতারকের থেকে মেসেজ পান রাকেশ। তাঁকে বলা হয়, রাজস্থান রয়্যালস তাঁকে নিতে আগ্রহী।
সেখান থেকেই শুরু হয় আসল 'খেলা'। প্রথমে ২০০০ টাকা দিয়ে একটি ফর্ম ফিল আপ করানো হয়। তারপর গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের এপ্রিলের মধ্যে মোট ২৩ লক্ষ ৫৩ হাজার টাকা হাতিয়ে নেন ওই প্রতারক। মাঝেমধ্যেই লোভনীয় প্রস্তাব দিতেন। বলা হত, একটি ম্যাচ খেললেই ৮ লক্ষ টাকা পাবেন রাকেশ। তিনিও সেই ফাঁদে পা দেন। যদিও রাকেশ কোনও জার্সি, কিট বা রাজস্থানে যাওয়ার সুযোগ পাননি।
এদিকে আইপিএল শুরু হয়ে শেষ হওয়ার পথে। তখনও ওই প্রতারক রাকেশের থেকে আরও তিন লক্ষ টাকা চায়। এবার সন্দেহ হতে শুরু হয় রাকেশের। এই নিয়ে কথা তুলতেই তাঁকে সমস্ত সোশাল মিডিয়া থেকে ব্লক করে দেওয়া হয়। এরপর রাকেশ বেলাগাভি সেন্ট্রাল পুলিশ থানায় সাইবার ক্রাইমের অভিযোগ দায়ের করেন। কিন্তু দেখা যায়, ওই প্রতারকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নেওয়া হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, রাজস্থান থেকে এই জালচক্র চালানো হয়েছে।