shono
Advertisement
IPL Auction 2025

আইপিএল নিলামে ১২ বাংলাদেশি তারকা, নজরে মুস্তাফিজুর, দল পাবেন শাকিব?

শিঁকে ছিঁড়তে পারে রিশাদ হোসেনের।
Published By: Arpan DasPosted: 05:06 PM Nov 23, 2024Updated: 07:51 PM Nov 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল নিলামের (IPL Auction 2025) শেষ বাছাইয়ে নির্বাচিত হয়েছেন ২০৮ জন বিদেশি ক্রিকেটার। তার মধ্যে বাংলাদেশি ক্রিকেটার আছেন ১২ জন। আইপিএলের সঙ্গে বাংলাদেশি ক্রিকেটারদের সম্পর্ক অম্লমধুর। যেমন মাশরাফি মুর্তাজা, মহম্মদ আশরাফুলের কেরিয়ার এক ম্যাচেই শেষ হয়ে গিয়েছিল। আবার মুস্তাফিজুর রহমান, শাকিব আল হাসানের মতো তারকারা যথেষ্ট সফল। যাঁরা এর আগে আইপিএল জিতেছেন। এবার এই দুজনের সঙ্গে আছেন মেহেদি হাসান, রিশাদ হোসেনের মতো নতুন ক্রিকেটাররা।

Advertisement

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে প্রথমে চর্চায় আসবে মুস্তাফিজুরের নাম। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যপিটালসের হয়ে খেলেছেন তিনি। গত মরশুমে ছিলেন চেন্নাই সুপার কিংসে। সানরাইজার্সের হয়ে আইপিএল জিতেছেন। ২০১৬ সালে ১৬ ম্যাচে ১৭টি উইকেট নিয়েছিলেন। চেন্নাইয়ের হয়েও ৯ ম্যাচে ১৪ উইকেট ছিল তাঁর পকেটে। এবার তাঁর ন্যূনতম মূল্য ২ কোটি। বাঁহাতি পেসারের বিষাক্ত কাটারের জন্য নিতে চাইবে অনেক দলই।

সেই তুলনায় শাকিব আল হাসানের ভবিষ্যৎ একটু ধোঁয়াশা। বাংলাদেশের তারকা ক্রিকেটার সম্প্রতি ক্রিকেটের বাইরেও অন্যান্য কারণে আলোচনায় এসেছেন। বারবার বিতর্কও বেঁধেছে। সেই তুলনায় ব্যাটে রান আসেনি। বল হাতে স্পিনের ম্যাজিকও অনেকটা ফিকে হয়েছে। তার মধ্যে মেজাজ হারিয়ে প্রায়ই গণ্ডগোলে জড়ান। এবার আইপিএলে শাকিবের ন্যূনতম মূল্য ১ কোটি টাকা। বিতর্কিত ও অফ ফর্মের প্রাক্তন নাইটকে নিয়ে আগ্রহ হারাতে পারে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি।

বরং সুযোগ পেতে পারেন তাসকিন আহমেদ। বাংলাদেশি পেসার ভালো ছন্দে আছেন। নিজের জন্য মূল্য ধার্য করেছেন ১ কোটি। এর আগে কখনও আইপিএলে না খেললেও আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা তাঁর জন্য ইতিবাচক দিক হতে পারে। একই সঙ্গে দল পেতে পারেন রিশাদ হোসেনও। ভারতের মাটিতে গত বিশ্বকাপে ভালো বল করেছিলেন তিনি। লেগ স্পিনারের খোঁজ থাকবে অনেক দলেরই। কাজ চালানোর মতো ব্যাটও করে দিতে পারেন। তাঁর মূল্য ৭৫ লক্ষ। শিঁকে ছিঁড়তে পারে মেহেদি হাসান মিরাজের। তাঁর মূল্য ১ কোটি।

এছাড়াও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন লিটন দাস, তৌহিদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান শাকিব, মেহেদি হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা। প্রত্যেকেরই মূল্য ৭৫ লক্ষ টাকা। এবার দেখার কজন বাংলাদেশি ক্রিকেটার শেষ পর্যন্ত সুযোগ পান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএল নিলামের শেষ বাছাইয়ে নির্বাচিত হয়েছেন ২০৮ জন বিদেশি ক্রিকেটার।
  • তার মধ্যে বাংলাদেশি ক্রিকেটার আছেন ১২ জন। আইপিএলের সঙ্গে বাংলাদেশি ক্রিকেটারদের সম্পর্ক অম্লমধুর।
  • মুস্তাফিজুর রহমান, শাকিব আল হাসানের মতো তারকারা যথেষ্ট সফল।
Advertisement