সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত দু'বারের মতো এবারেও আইপিএলের নিলাম হতে চলেছে দেশের বাইরে। দিনক্ষণ এবং ভেন্যু চূড়ান্ত করে ফেলেছে বিসিসিআই। সরকারি ঘোষণা না হলেও এবারের আইপিএল নিলাম আবু ধাবুতে করার সিদ্ধান্তে সিলমোহর দিয়ে ফেলেছে ভারতীয় বোর্ড। এমনটাই খবর বোর্ড সূত্রের।
গত দুই সংস্করণের নিলাম হয়েছে যথাক্রমে দুবাই এবং জেড্ডায়। এবারও মধ্য প্রাচ্যের তিন শহর ছিল দৌড়ে। শেষ পর্যন্ত ঠিক হয়েছে দুবাইয়ে বসবে এবারের নিলামের আসর। যেখানে একঝাঁক ভারতীয় ও বিদেশি ক্রিকেটারের ভবিষ্যৎ নির্ধারিত হবে। আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে বসতে চলেছে মিনি নিলামের আসন। অন্যান্য মিনি নিলামের মতো এবারও একদিনেই শেষ হবে নিলাম প্রক্রিয়া।
বোর্ড সূত্রের খবর, ১৫ নভেম্বর বেলা ৩টের মধ্যে সব ফ্র্যাঞ্জাইজিকে রিটেনশন তালিকা জমা দিতে হবে। তারপর রিলিজ হওয়া এবং নতুন নাম লেখানো ক্রিকেটারদের নিয়ে একটি বড় তালিকা তৈরি হবে মিনি নিলামের জন্য। সেই তালিকার মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলিকে বলা হবে তাঁদের আগ্রহের তালিকা জমা দিতে। ফ্র্যাঞ্চাইজিগুলি যেসব ক্রিকেটারকে নিয়ে আগ্রহ দেখাবে, তাঁদের নিয়ে তৈরি হবে নিলামের চূড়ান্ত ক্রিকেটারদের তালিকা। সেই তালিকা থেকেই ১৬ ডিসেম্বর ক্রিকেটার কিনতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি।
কিন্তু কেন ফের আইপিএলের নিলাম ভিনরাজ্যে? আসলে যে সময় নিলাম হবে সেসময় ভারতে বিভিন্ন অনুষ্ঠান এবং বিয়ের মরশুম হওয়ায় হোটেল বুকিং সংক্রান্ত সমস্যা হয়। মূলত এই বিষয়টি মাথায় রেখেই গত দু’বছর বিদেশে নিলামের আয়োজন করা হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যাতায়াত করাটাও সুবিধাজনক। তাছাড়া মধ্যপ্রাচ্যে ক্রিকেট ছড়ান
