shono
Advertisement

Breaking News

IPL Retention

ধারাবাহিকতাই লক্ষ্য, দলের মূল স্তম্ভদের ধরে রাখতে চায় মুম্বই, ছাঁটাই তালিকায় কারা?

এবারের নিলামে মুম্বই ইন্ডিয়ান্সের মূল টার্গেট কারা?
Published By: Subhajit MandalPosted: 08:30 PM Nov 12, 2025Updated: 08:30 PM Nov 12, 2025

আইপিএল নিলাম মানেই টানটান উত্তেজনা। কোন ক্রিকেটার কোন দলে গেলেন, কার জন্য কতদূর ঝাঁপাল কোন দল-সব মিলিয়ে রোমহর্ষক। তবে তার আগে উত্তেজনা বাড়ায় রিটেনশন পর্ব। কোন ক্রিকেটারকে ‘দূর’ করে দিল কোন স্কোয়াড, কাকেই বা ট্রেড করে নিজের ঘর গুছিয়ে নিল ফ্র্যাঞ্চাইজিগুলো, সেগুলোও কম নাটকীয় নয়। একনজরে সব দলের মিনি নিলাম পূর্ববর্তী রণকৌশল। আজ মুম্বই ইন্ডিয়ান্স

Advertisement

আইপিএলের সবচেয়ে সফল দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি মুম্বই। তবে গত কয়েকটা মরশুম ভালো যায়নি ‘এমআই পল্টন’দের। বিশেষ করে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। যার প্রভাব পড়েছে দলের পারফরম্যান্সেও। তবে এ মরশুমে শক্তি বাড়িয়ে নতুন করে চেনা মেজাজে ফেরার চেষ্টায় মুম্বই। এমনিতে খাতায় কলমে যথেষ্ট শক্তিশালী পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে দলে দু'একটা জায়গায় কিছু বদলের প্রয়োজন পড়তে পারে। একটা সময় শোনা যাচ্ছিল রোহিত শর্মাকেই ট্রেড করে মুম্বই থেকে নিতে আগ্রহী কেকেআর। কিন্তু মুম্বই সেই জল্পনায় জল ঢেলে দিয়েছে। তবে একাধিক নামী তারকা বাদ পড়তে পারেন এবারের দল থেকে। বদলে দু-একজন ক্রিকেটারকে টার্গেট কর‍তে পারে মুম্বই।

স্কোয়াড: হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ, রবিন মিঞ্জ, রায়ান রিকেলটন, শ্রীজিত কৃষ্ণণ, বেভন জন জ্যাকবস, তিলক বর্মা, নমন ধীর, উইল জ্যাকস, মিচেল স্যান্টনার, রাজ অঙ্গদ বাওয়া, ভিগনেশ পুথুর, করবিন বসচ, ট্রেন্ট বোল্ট, কর্ণ শর্মা, দীপক চাহার, অশ্বিনী কুমার, রিস টপলি, ভেঙ্কট সত্যনারায়ণ পেনমেৎসা, অর্জুন তেণ্ডুলকর, মুজিব উর রহমান।

কাকে ছাড়া হতে পারে?

দীপক চাহার: একটা সময় দেশের সেরা পেসারদের মধ্যে ছিলেন। কিন্তু দীর্ঘদিন চোটে ভুগছেন। গত মরশুমে চাহারকে ৯ কোটি ২৫ লক্ষ টাকায় কেনে মুম্বই। কিন্তু চাহার সেই পারফরম্যান্স দেখাতে পারেননি। ১৫ ম্যাচে মাত্র ১১ উইকেট পেয়েছেন তিনি। রানের গড়ও ছিল ৯.১৭। ফলে এবার চাহারকে রিলিজ করে, সেই টাকায় অন্য পেসার কেনার কথা ভাবতে পারে মুম্বই।

মুজিব উর রহমান: আফগান রহস্য স্পিনার গত মরশুমে আইপিএলে একেবারেই দাগ কাটতে পারেননি। তাছাড়া তাঁরই আফগান সতীর্থ আলি গাজানফার মুম্বই দলে রয়েছেন। তাছাড়া রয়েছেন মিচেল স্যান্টনার। তাই মুজিবকে এবার ছেড়ে দিতে পারে মুম্বই। তাঁর দাম ছিল ২ কোটি। সেই টাকাটা ব্যবহার করা হতে পারে নিলামে।

রিস টপলি: দীর্ঘদেহী ইংরেজ পেসারকে মাত্র ৭৫ লক্ষ টাকায় কিনেছিল মুম্বই। কিন্তু তিনি একেবারেই কাজে লাগেননি পাঁচবারের চ্যাম্পিয়নদের। ফলে এবার তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।

কর্ণ শর্মা: অভিজ্ঞ স্পিনার কর্ণ শর্মা গত মরশুমে মুম্বইয়ের হয়ে মাত্র ৬ ম্যাচ খেলেছেন। উইকেট পান ৭টি। রানও দিয়েছেন সাড়ে আটের উপর। তাছাড়া কর্ণর বয়স আরও বাড়ছে। মুম্বই তরুণ ভারতীয় স্পিনার খুঁজছে। এ বছর কর্ণ শর্মাকেও ছেড়ে দেওয়া হতে পারে।

এর বাইরে বেভন জ্যাকবস, করবিন বশ, লিজার্ড উইলিয়ামস, রাজ বাওয়াদের ছেড়ে দেওয়া হতে পারে।

কত পার্স থাকতে পারে নিলামে?
২০২৫ মেগা নিলামের পর ২০ লক্ষ টাকা ছিল মুম্বইয়ের হাতে। এ বছর মিনি নিলামের আগে রোহিত শর্মাদের হাতে ১৪-১৫ কোটি টাকা থাকতে পারে। সেই সঙ্গে বিসিসিআই যে পার্স যোগ করবে, সেটা নিয়ে নামবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

টার্গেট কারা?
এবারের নিলামে মুম্বই ইন্ডিয়ান্সের মূল টার্গেট হবে একজন উইকেট রক্ষক ব্যাটার। গত মরশুমের মাঝপথে তাঁরা কিনেছিল জনি বেয়ারস্টোকে। কিন্তু নিয়ম অনুযায়ী তাঁকে রিটেন করা যায়নি। এবারও ফের বেয়ারস্টোকে টার্গেট করা হতে পারে। এর বাইরে মুম্বই প্রাক্তন তারকা ঈশান কিষানকেও টার্গেট করতে পারে। নিলামে তাঁরা খুঁজবে একজন ভালো ভারতীয় স্পিনার এবং একজন ডেথ ওভার স্পেশ্যালিস্টকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএলের সবচেয়ে সফল দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি মুম্বই।
  • মুম্বই ইন্ডিয়ান্সের এবার মূল টার্গেট হবে একজন উইকেট রক্ষক ব্যাটার।
  • গত মরশুমের মাঝপথে তাঁরা কিনেছিল জনি বেয়ারস্টোকে।
Advertisement