সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন। ফর্ম নিয়ে প্রশ্ন। জাতীয় দলের নির্বাচকরা একপ্রকার তাঁকে খরচের খাতায় ফেলে দিয়েছেন। এরই মধ্যে আইপিএল থেকে সুখবর পেলেন মহন্মদ শামি। আগামী মরশুমের জন্য নিলামে নাম লেখাতে হবে না তাঁকে। সানরাইজার্স হায়দরাবাদ থেকে শামিকে ট্রেড করে দলে নিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস। সব ঠিক থাকলে দ্রুতই সরকারি ঘোষণা হতে চলেছে।
কিন্তু দলবদল ব্যাপারটাকে সুখবর কেন বলা হল? আসলে প্রথমে শোনা যাচ্ছিল শামিকে ছেড়ে দেবে হায়দরাবাদ। গত মরশুমে ৩৫ বছর বয়সি ভারতীয় পেসারকে সানরাইজার্স কিনেছিল ১০ কোটি টাকায়। সেই বিপুল পার্স ফাঁকা করতে চায় তারা। এখন শামির ফর্ম ও ফিটনেস নিয়ে এত প্রশ্নচিহ্ন যে অনেকে হয়তো ভাবছিলেন নিলামে গেলে তিনি আর ওই বিপুল টাকা পাবেন না। কিন্তু নিলামের আগেই তাঁকে দলে নিল গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি। ফলে শামি ফের ১০ কোটি টাকাই পাবেন আগামী মরশুমে।
শনিবার আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের রিটেনশন তালিকা জমা করার শেষ দিন। বেলা ৩টের মধ্যে সব দলকে রিটেনশন তালিকা জমা দিতে হবে। কোন দল কাদের রিটেন করবে তা নিয়ে জল্পনা গুজব অনেক কিছুই শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, রবীন্দ্র জাদেজাকে চেন্নাই সুপার কিংস থেকে রাজস্থান রয়্যালসে যাওয়া একপ্রকার পাকা। আর সঞ্জু স্যামসনকে ছেড়ে দিচ্ছে রাজস্থান। তিনি যাচ্ছেন চেন্নাই। এর বাইরেও একাধিক জল্পনা রয়েছে।
এদিকে কেকেআর যে ভেঙ্কটেশ আইয়ারকে ছাড়ছে, তা একপ্রকার নিশ্চিত। তবে অজিঙ্কে রাহানেকে রেখে দেওয়া হতে পারে। ওয়াকিবহাল মহলের ধারণা অনুযায়ী, নাইট রিটেনশনের তালিকা এ রকম হতে পারে: রিঙ্কু সিং, রামনদীপ সিং, হর্ষিত রানা, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, অঙ্গকৃষ রঘুবংশী, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, উমরান মালিক, অনুকুল রায়। দু'একটা নাম টুকটাক এদিক-ওদিক হতে পারে। কিন্তু শোনা গেল মূল খসড়া নাকি এ রকমই। মহানাটকীয় পট পরিবর্তন না হলে, সে তালিকায় বিশেষ রদবদলের জায়গা নেই।
