সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ হোক কিংবা বিদেশ, দলে বুমরাহর মতো বোলার থাকা মানে অধিনায়ক নিশ্চিন্তে থাকতে পারেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তার ব্যতিক্রম হল না। বলা চলে, ৫ উইকেট নিয়ে কার্যত একার হাতেই গুঁড়িয়ে দিলেন দক্ষিণ আফ্রিকাকে। ১৭ বছর পর দেশের মাটিতে প্রথমবার নজির গড়লেন তিনি। সঙ্গে গড়ে ফেললেন একাধিক রেকর্ডও।
২০০৮ সালের পর কোনও টেস্টের প্রথম দিনেই পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন বুমরাহ। ১৭ বছর আগে আহমেদাবাদে এই নজির গড়েছিলেন ডেল স্টেন। এবার তালিকায় সংযোজিত হল বুমরাহর নাম। তিনি নিলেন ২৭ রানে ৫ উইকেট। অন্যদিকে, ইডেন গার্ডেন্সে শেষবার প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন ইশান্ত শর্মা। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে গোলাপি বলের টেস্টে এই কীর্তি গড়েছিলেন। ৬ বছর পর বুমরাহও ইডেনে ৫ উইকেট পেলেন।
এখানেই শেষ নয়। ২০১৮ সালের পর থেকে এখনও পর্যন্ত টেস্টে সবচেয়ে বেশিবার (১৩ বার) বিপক্ষ দলের ওপেনারদের আউট করেছেন। এর আগে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের (১২ বার) নামে এই রেকর্ড ছিল। ১১তম ওভারে মারকুটে মেজাজে থাকা রিকলটনকে ফেরান বুমরাহ। ১৩তম ওভারে এসে আবারও বুমরাহ ম্যাজিক। এবার মার্করামকে তুলে নেন তারকা পেসার। দক্ষিণ আফ্রিকার দুই ওপেনারের সংগ্রহ যথাক্রমে ৩১ এবং ২৩।
রিকলটনকে বোল্ড করে অশ্বিনকেও পিছনে ফেলেছেন বুমরাহ। বোল্ড করে সবচেয়ে বেশি উইকেট নেওয়া তৃতীয় ভারতীয় বোলার হিসাবে মাইলফলক গড়লেন টিম ইন্ডিয়ার এই বোলিং ফিগারহেড। ১৫২ বার কোনও ব্যাটারকে বুমরাহ বোল্ড করলেন। অশ্বিন ১৫১ বার বিপক্ষ ব্যাটারদের বোল্ড করেছেন। ১৮৬ বার বোল্ড করে তালিকায় সবার উপরে অনিল কুম্বলে। দ্বিতীয় স্থানে কপিল দেব (১৬৭)।
