সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডেনে শুরুটা দারুণ করেছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ১০ ওভারে ৫৭ রান তুলে ফেলেন দুই ওপেনার এডেন মার্করাম এবং রায়ান রিকলটন। এরপরেই শুরু বুমরাহ ম্যাজিক। দুই ওপেনারকেই ফেরান। এরপর নামেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। তাঁর উচ্চতা নিয়ে নাকি মজা উড়িয়েছেন বুমরাহ, পন্থরা। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ঝড় তুলেছে।
ঠিক কী ঘটেছে? দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ১৩তম ওভারের ঘটনা। ওভারের শেষ বল বাভুমার প্যাডে লাগতেই এলবিডব্লিউ'র আবেদন করেন বুমরাহ। আম্পায়ার অবশ্য আউট দেননি। ডিআরএস নেবেন কি না, তা নিয়ে পন্থের সঙ্গে আলোচনা করছিলেন তারকা পেসার। স্টাম্প-মাইকে ধরা পড়ে বাভুমার উদ্দেশে বুমরাহ বলছেন, "বউনা ভি হ্যায়..."। 'বউনা' শব্দের অর্থ বেঁটে বা নাটা।
কিন্তু হঠাৎ কেন এমন বললেন বুমরাহ? অনেকেই বলছেন, বাভুমার যেহেতু উচ্চতা কম, তাই রিভিউ নেবেন কি না, সেই ব্যাপারে সন্দিহান ছিলেন। পন্থ বুঝিয়ে দেন বাভুমার উচ্চতা সত্ত্বেও বল স্ট্যাপের উপর দিয়ে চলে যাচ্ছে। শেষমেশ ডিআরএস না নেওয়ায় রিভিউ বেঁচে যায় টিম ইন্ডিয়ার। সেই যাত্রায় বেঁচে গেলেও বেশিক্ষণ স্থায়ী হয়নি বাভুমার ইনিংস। ১১ বলে ৩ রান করে কুলদীপ যাদবের বলে আউট হয়ে যান তিনি।
সত্যিই কি বাভুমাকে তাঁর উচ্চতা নিয়ে কটাক্ষ করা হয়েছিল? এই প্রসঙ্গে প্রথম দিন শেষ হওয়ার পর সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়, দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচকে। অ্যাশওয়েল প্রিন্স বলেন, "এ ব্যাপারে কোনও আলোচনা হবে না। ব্যাপারটা সবেমাত্র নজরে এসেছে। আমার মনে হয় না, যা ঘটেছে তাতে কোনও সমস্যা হবে।"
