shono
Advertisement
Virat Kohli

কোহলির সই পেয়ে আনন্দে গড়াগড়ি খুদের, ভাইরাল ভিডিও দেখে কী বললেন নেটিজেনরা?

অস্ট্রেলিয়ায় 'কোহলি ম্যানিয়া'।
Published By: Prasenjit DuttaPosted: 01:19 PM Oct 17, 2025Updated: 01:24 PM Oct 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ায় 'কোহলি ম্যানিয়া'। ২২৪ দিন পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করতে চলেছেন বিরাট কোহলি। অজিভূমে তাঁকে দেখতে উন্মাদনার পারদ চড়ছে। বৃহস্পতিবার চার ঘণ্টা দেরিতে পারথে পৌঁছনোর পরেই মাঠে নেমে পড়েছিলেন বিরাট। ৩০ মিনিট অনুশীলনের পর দেখা গেল এক খুদে ভক্তর আবদার মেটাচ্ছেন 'কিং'।

Advertisement

দ্রুত ভাইরাল হয় ঘটনার ভিডিও। সেখানে দেখা যায়, এক খুদে ভক্ত অনুশীলনের পর বিরাটের কাছে এগিয়ে যাচ্ছে। ওই সমর্থকের ব্যাটে সইও করেন ভারতীয় তারকা। প্রিয় ক্রিকেটারের সই পেয়ে খুশিতে দগমগ হয়ে যায় সে। আনন্দে লাফাতে থাকে ওই সমর্থক। প্রবল উচ্ছ্বাসে প্রথমে দৌড়ে যায়। এরপর মাটিতে গড়াগড়িও খায়।

এক নেটিজেন বলছেন, 'আমার বয়স এখন ৬৩। আমিও ওই বাচ্চাটির মতোই করতাম।' আরেক নেট নাগরিকের কথায়, 'এটাই বিরাটের করিশ্মা।' আরেকজন লিখছেন, 'ঈশ্বরকে সামনে পাওয়ার অনুভূতি এমনই হয়।' রবিবার থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ। তার আগে সময় নষ্ট না অনুশীলনে নেমে পড়েছে বিরাট কোহলি এবং রোহিত শর্মা। নেটে অনুশীলনের পর হিটম্যানকে প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতেও দেখা গিয়েছে। 'রো-কো' জুটি যে তৈরি, তা নেটে তাঁদের অনুশীলন দেখেই স্পষ্ট। প্রথম প্র্যাকটিস সেশনে যেভাবে তাঁরা ব্যাট করলেন, তাতে অজি দলের রাতের ঘুম উড়ে যেতে পারে।

এর আগে অজিভূমে এক পাক ভক্তের আনা জার্সিতে সই করেন ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা। উল্লেখ্য, অজিভূমে ভারতের সফর শুরু হবে ১৯ অক্টোবর পারথ স্টেডিয়ামে। দ্বিতীয় ওয়ানডে ২৩ অক্টোবর, অ্যাডিলেড ওভালে। ২৫ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ওয়ানডে। টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে দূরে থাকা কোহলি এবং রোহিতকে দেখার জন্য প্রবল উৎসাহ অস্ট্রেলিয়ায়। ওয়ানডে সিরিজের পর ২৯ অক্টোবর ক্যানবেরার মানুকা ওভালে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের ম্যাচগুলি রয়েছে রয়েছে ৩১ অক্টোবর, ২ নভেম্বর, ৬ নভেম্বর, ৮ নভেম্বর। অজিভূমে ওয়ানডে’তে প্রথমবার টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে দেখা যাবে গিলকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অনুশীলনের পর দেখা গেল এক খুদে ভক্তর আবদার মেটাচ্ছেন 'কিং'।
  • দ্রুত ভাইরাল হয় ঘটনার ভিডিও।
  • সেখানে দেখা যায়, এক খুদে ভক্ত অনুশীলনের পর বিরাটের কাছে এগিয়ে যাচ্ছে।
Advertisement