রাজর্ষি গঙ্গোপাধ্যায়: নয়া মরশুমের আগে শক্তিবৃদ্ধি কলকাতা নাইট রাইডার্সের। কেকেআরে যোগ দিচ্ছেন বিশ্বজয়ী অজি অলরাউন্ডার। অতীতে সিএসকে এবং রাজস্থানের হয়েও খেলেছেন এই তারকা। এহেন শেন ওয়াটসন এবার কেকেআরের সহকারী কোচ হিসাবে কাজ করবেন। সম্প্রতি অভিষেক নায়ারকে হেডকোচ হিসাবে নিযুক্ত করা হয়েছিল। আর এবার যোগ দিতে চলেছেন ওয়াটসন।
৫৯ টেস্ট, ১৯০ ওয়ানডে এবং ৫৮ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে ওয়াটসনের। এই 'কুইন্সল্যান্ডা'র অভিষেক নায়ারের সঙ্গে কাজ করবেন। এর আগে তিনি দিল্লি ক্যাপিটালসে রিকি পন্টিংয়ের সঙ্গে দায়িত্বে ছিলেন। ৪৪ বছর বয়সি ওয়াটসন আইপিএলে ১২টি মরশুমে খেলেছেন। ২০০৮ সালে রাজস্থান রয়্যালস আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। সেই মরশুমে অসাধারণ খেলেছিলেন। সেই মরশুমে তিনি 'মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার'-এর পুরস্কার জিতেছিলেন। ২০১৩ সালে তিনি আবার এই পুরস্কার জেতেন।
সম্প্রতি মেজর লিগ ক্রিকেটের দল সান ফ্র্যান্সিসকো ইউনিকর্নসের কোচের দায়িত্ব ছেড়েছিলেন শেন ওয়াটসন। তিন বছর ওই ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে ছিলেন প্রাক্তন অজি তারকা। এবার তাঁর গন্তব্য কেকেআর। তাঁকে সহকারী কোচ হিসাবে নিয়োগের পর কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর বলেন, "খেলোয়াড় এবং কোচ হিসাবে ওয়াটসনের অভিজ্ঞতা দলকে সাহায্য করবে। টি-টোয়েন্টি ফরম্যাটকে তিনি যেভাবে বোঝেন, সেটা আমাদের কাছে বাড়তি পাওনা হতে চলেছে।"
শেন ওয়াটসন
নতুন দায়িত্ব পেয়ে আপ্লুত ওয়াটসনও। তিনি বলেন, কলকাতা নাইট রাইডার্সের সদস্য হতে পারাটা সম্মানের। কেকেআর দক্ষতাও প্রশংসাযোগ্য। এখানকার সমর্থকরা অসাধারণ। দলের কোচিং গ্রুপ এবং ক্রিকেটারদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।" উল্লেখ্য, গত মরশুমে আইপিএলে অষ্টম স্থানে শেষ করেছিল কেকেআর। এরপর চন্দ্রকান্ত পণ্ডিত কোচের পদ থেকে সরে দাঁড়ান। তাঁর জায়গায় অক্টোবরের শেষে সরকারিভাবে নায়ারের নাম কোচের পদে ঘোষণা করে নাইটরা। এর আগে অভিষেক কেকেআরেরই সহকারী কোচের পদে ছিলেন। সেই সহকারী কোচের পদে বসানো হল শেন ওয়াটসনকে।
শোনা যাচ্ছে, গত মরশুমে ব্যর্থ বহু তারকাকে এবার ছাঁটতে চলেছে নাইটরা। সেই তালিকায় শুরুতেই নাম রয়েছে ভেঙ্কটেশ আইয়ারের। এছাড়াও আনরিখ নখিয়া, মইন আলি, রহমনুল্লাহ গুরবাজ, স্পেনসার জনসনদের মতো তারকাদের বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে। আন্দ্রে রাসেলকে রাখা হবে কিনা, সেই সিদ্ধান্ত নিতে হবে নায়ারকে। আবার আগামী মরশুমে কাদের সই করানো হবে, সেই কৌশলও তাঁকেই ঠিক করতে হবে। আর এই আবহে কোচিং গ্রুপে পরিবর্তন এনে নাইট ম্যানেজমেন্ট বুঝিয়ে দিচ্ছে আসন্ন মরশুমে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা।
