shono
Advertisement
KL Rahul

'যাঁদের খেলাধুলোর সঙ্গে কোনও সম্পর্ক নেই...', ঘুরিয়ে ফের গোয়েঙ্কাকে কটাক্ষ রাহুলের!

আইপিএলের অধিনায়ক হওয়া আন্তর্জাতিক ক্রিকেটের থেকে বেশি ক্লান্তিকর, মত রাহুলের।
Published By: Arpan DasPosted: 02:59 PM Nov 17, 2025Updated: 02:59 PM Nov 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লখনউ সুপার জায়ান্টস ছেড়েছেন একবছরের বেশি সময় আগে। এখন তিনি খেলেন দিল্লি ক্যাপিটালসে। শেষটা বিতর্কিত ভাবে হয়েছিল কেএল রাহুলের। এখনও কি সঞ্জীব গোয়েঙ্কার করা 'অপমান' ভুলতে পারেননি ভারতীয় ব্যাটার? ফের এলএসজি কর্ণধারকে ঘুরিয়ে কটাক্ষ করলেন তিনি। বললেন, বাইশ গজে কী চলে, তা ক্রিকেটের বাইরের লোকেদের বোঝা সম্ভব নয়।

Advertisement

সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাহুল বলেছেন, "আইপিএলের অধিনায়ক হয়ে সবচেয়ে যেটা কঠিন কাজ ছিল, সেটা হল বারবার মিটিং করা। যাঁদের মালিকানা রয়েছে, তাঁদের বোঝাতে হয় কী চলছে। সেটা সত্যিই যাবতীয় শক্তি শেষ করে দেয়। আইপিএলের শেষে শারীরিক ও মানসিক ভাবে এতটা ক্লান্ত হয়ে পড়ি, যতটা ১০ মাস আন্তর্জাতিক ক্রিকেট খেলেও হই না।"

তাঁর সংযোজন, "আইপিএলে প্রতি মুহূর্তে প্রশ্নের মুখে পড়তে হয়। কেন ওই সিদ্ধান্ত নেওয়া হল? কেন ওই প্লেয়ারকে খেলানো হল? বিপক্ষ দল ২০০ করল, আমরা কেন ১২০ করতে পারলাম না। ওরা কেন বেশি স্পিন পেল? সারা বছর এই ধরনের প্রশ্নের মুখে পড়তে হয় না। কারণ সেখানে শুধু কোচ ও বড়জোর নির্বাচকদের উত্তর দিতে হয়। যাঁরা এর আগে ক্রিকেট খেলে এসেছেন এবং জানেন খেলার জগতে কী হতে পারে। ক্রীড়াক্ষেত্রে কোনও কিছুই নিশ্চিত নয়। তাঁরা সেটা জানেন। কিন্তু যিনি কখনও খেলাধুলো করেননি, তাঁকে বিষয়টা বোঝানো মুশকিল।"

যা শুনে অনেকেই মনে করছেন, এটা লখনউ অধ্যায়ের প্রসঙ্গ টেনে বলা। ২০২৪-র আইপিএলের অন্যতম বিতর্কিত অধ্যায় ছিল কেএল রাহুল আর সঞ্জীব গোয়েঙ্কার ‘সংঘাত’। প্রকাশ্যে দলের অধিনায়ককে বকাবকি করছেন মালিক, এই দৃশ্য ঘিরে উত্তাল হয়েছিল সোশাল মিডিয়া। পরে সঞ্জীব গোয়েঙ্কা রাহুলকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে বিবাদ মেটানোর চেষ্টা করলে শান্ত হয় পরিস্থিতি। তার পরেও কলকাতায় এসে গোয়েঙ্কার সঙ্গে দেখা করেছেন রাহুল। শেষ পর্যন্ত অবশ্য সমস্যা মেটেনি দু'পক্ষের। রাহুল লখনউ ছাড়লে দিল্লি তাঁকে কিনে নেয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লখনউ সুপার জায়ান্টস ছেড়েছেন একবছরের বেশি সময় আগে।
  • এখন তিনি খেলেন দিল্লি ক্যাপিটালসে। শেষটা বিতর্কিত ভাবে হয়েছিল কেএল রাহুলের।
  • এখনও কি সঞ্জীব গোয়েঙ্কার করা 'অপমান' ভুলতে পারেননি ভারতীয় ব্যাটার? ফের এলএসজি কর্ণধারকে ঘুরিয়ে কটাক্ষ করলেন তিনি।
Advertisement