স্টাফ রিপোর্টার: ইডেনে লজ্জার হার। ১৩ বছর পর কলকাতায় টেস্ট হারল ভারত। স্পিন সামলাতে টিম ইন্ডিয়ার ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। বুমেরাং হয়ে ফিরেছে ইডেনে টার্নিং ট্র্যাক বানানোর 'আবদার'। তা কাজে লেগে গেলে হয়তো পরিস্থিতি একরকম হত। কিন্তু টেস্ট হারতেই কড়া সিদ্ধান্ত নিলেন 'গুরু' গম্ভীর।
প্রথমে পরিকল্পনা ছিল, জিতলে কয়েকজন ক্রিকেটার ছুটি নিতেন। পরের টেস্ট ২২ নভেম্বর। ইডেন টেস্ট তিনদিনে শেষ হয়ে যাওয়ায় বাড়তি দু'দিন পাওয়া গিয়েছে। কিন্তু ভারতের হারের পরই ছবিটা বদলে গিয়েছে। জিতলে হয়তো কয়েকজনকে ছুটি দেওয়া হতে পারত। কিন্তু এখন কোনও ছুটি নয়। সব ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার ইডেনেই অনুশীলন করবে ভারতীয় দল।
২০১০ সালের পর ভারতের মাটিতে প্রথম জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ঘটনাচক্রে দেশের মাটিতে শেষ ছয় ম্যাচে চারটিতেই হার মেনেছে টিম ইন্ডিয়া। টার্ন চেয়ে চেয়ে ইডেনে যে পিচটা তৈরি হল, তা ভারতের জন্যই বুমেরাং হয়ে ফিরে এল। বলা ভালো গৌতম গম্ভীরদের টার্নের দাবিতে যে পিচ বানানোর ‘নির্দেশ’ ছিল, তাতেই বিপদে পড়ল টিম ইন্ডিয়া। তবে ম্যাচ হারের পর ইডেনের পিচকে দোষ দিতে নারাজ ভারতীয় দলের হেডকোচ। তিনি স্বীকার করে নিলেন, তাঁরা এমন পিচই চেয়েছিলেন। তাছাড়াও ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের পাশেও দাঁড়ালেন ‘গুরু’ গম্ভীর।
ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে গম্ভীর বলেন, “আমরা যেমন পিচ চেয়েছিলাম, তেমনই পেয়েছি। এখানকার কিউরেটর খুবই সাহায্য করেছেন। আমার মনে হয় না যে, উইকেট কঠিন ছিল। এই পিচেই যারা ধৈর্য দেখিয়েছে, তারা রান পেয়েছে। এই ধরনের পিচে ডিফেন্স পোক্ত রাখা জরুরি।” এবার কি সেটা 'পোক্ত' করার কাজই চলবে ইডেনে? নাহলে কিন্তু লাল বলের ক্রিকেটে গম্ভীরের পারফরম্যান্স ফের প্রশ্নের মুখে পড়বে।
