shono
Advertisement

Breaking News

CSK

'হেক্সা'র লক্ষ্যে গণছাঁটাই, দল গোছাতে 'ঘরের ছেলে'দের উপরেই কোপ চেন্নাইয়ের!

ভবিষ্যতের 'কোর' গঠন করা আপাতত সিএসকের লক্ষ্য।
Published By: Anwesha AdhikaryPosted: 08:41 PM Nov 13, 2025Updated: 08:41 PM Nov 13, 2025

আইপিএল নিলাম মানেই টানটান উত্তেজনা। কোন ক্রিকেটার কোন দলে গেলেন, কার জন্য কতদূর ঝাঁপাল কোন দল-সব মিলিয়ে রোমহর্ষক। তবে তার আগে উত্তেজনা বাড়ায় রিটেনশন পর্ব। কোন ক্রিকেটারকে ‘দূর’ করে দিল কোন স্কোয়াড, কাকেই বা ট্রেড করে নিজের ঘর গুছিয়ে নিল ফ্র্যাঞ্চাইজিগুলো, সেগুলোও কম নাটকীয় নয়। একনজরে সব দলের মিনি নিলাম পূর্ববর্তী রণকৌশল। আজ চেন্নাই সুপার কিংস

Advertisement

আইপিএলের সবচেয়ে সফল দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি সিএসকে। পাঁচ বারের চ্যাম্পিয়ন। ১০ বারের ফাইনালিস্ট। এ পর্যন্ত ১৭ মরশুম খেলে ১২ বার প্লে-অফে সুযোগ পেয়েছে ইয়েলো আর্মি। সাফল্যের নিরিখে মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া আর কোনও ফ্র্যাঞ্চাইজি চেন্নাইয়ের ধারেকাছে আসে না। তবে গত ২ বছর ধরে প্লে অফেই উঠতে পারেনি মহেন্দ্র সিং ধোনির দল। তাই এবার বেশ কিছু প্লেয়ারকে ছেঁটে ফেলতে পারে সিএসকে।

২০২৫ আইপিএলের পূর্ণ স্কোয়াড: ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, বংশ বেদি, আন্দ্রে সিদ্ধার্থ, সাইক রশিদ, এমএস ধোনি, ডেভন কনওয়ে, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, রাচীন রবীন্দ্র, রবিচন্দ্রন অশ্বিন, দীপক হুডা, জেমি ওভারটন, বিজয় শঙ্কর, স্যাম কুরান, রামকৃষ্ণ ঘোষ, মাথিশা পাথিরানা, খলিল আহমেদ, মুকেশ চৌধুরী, নাথান এলিস, গুরজপনীত সিং, অংশুল কম্বোজ, কমলেশ নগরকোটি, নূর আহমেদ, শ্রেয়স গোপাল।

কাকে ছাড়া হতে পারে?

ডেভন কনওয়ে: চেন্নাইয়ের জার্সিতে বেশ সাফল্য পেয়েছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার। তাই গত মরশুমে ৬.২৫ কোটি টাকায় তাঁকে কিনেছিল সিএসকে। কিন্তু গত মরশুমে ৬ ম্যাচে মাত্র ১৫৬ রান করেছিলেন কিউয়ি ব্যাটার। তাই এবার হয়তো কনওয়েকে আর রাখতে চায় না চেন্নাই।

রাহুল ত্রিপাঠী: আইপিএলে বেশ সাফল্য পাওয়া ব্যাটারকে গত মরশুমে ৩.৪ কোটিতে কিনেছিল চেন্নাই। কিন্তু ৫ ম্যাচে তাঁর অবদান ৫৫ রান। স্ট্রাইক রেট একশোরও নিচে। তাই রাহুলকে রিটেন করার কথা ভাববেই না সিএসকে।

বিজয় শংকর: গত বছর ৩০ লক্ষের বেস প্রাইস থাকা অলরাউন্ডারকে ১.২ কোটিতে কিনেছিল সিএসকে। কিন্তু আশানুরূপ পারফর্ম করতে পারেননি। একটা ম্যাচেও বল করেননি। ব্যাট হাতে সংগ্রহ মাত্র ১১৮ রান। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখেই বিজয়কেও রিলিজ করা হবে।

স্যাম কুরান: চেন্নাইয়ের 'ঘরের ছেলে' হয়ে উঠেছিলেন। ২০২১ সালে আইপিএল জেতেন চেন্নাইয়ের জার্সিতে। গত বছর ২.৪ কোটিতে কুরানকে কিনলেও সেভাবে কার্যকর হতে পারেননি ইংরেজ তারকা। ৫ ম্যাচে মাত্র ১১৪ রান করেছেন, নিয়েছেন ১ উইকেট। ফলে তাঁকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে।

জেমি ওভারটন: ১.৫ কোটির বেস প্রাইসে ইংরেজ পেসারকে সই করিয়েছিল চেন্নাই। কিন্তু তিন ম্যাচে মাত্র ৬ ওভার বল করে ৮৩ রান দিয়েছেন জেমি। তাই পরের মরশুমে জেমিকে ছাড়াই খেলতে পারে চেন্নাই।

যদিও রিটেনশনের আবহে সবচেয়ে বেশি আলোচিত নাম রবীন্দ্র জাদেজা। তাঁকে রাজস্থানে ট্রেড করে সঞ্জু স্যামসনকে দলে নিতে পারে সিএসকে, এমনটাই সূত্রের খবর। এছাড়াও দীপক হুডা, গুরজাপনীত সিংদের ছেড়ে দিতে পারে চেন্নাই। মূলত ভবিষ্যতের 'কোর' গঠন করা আপাতত সিএসকের লক্ষ্য।

কত পার্স থাকতে পারে নিলামে?

২০২৫ মেগা নিলামের পর ৫ লক্ষ টাকা ছিল চেন্নাইয়ের হাতে। এবার একগুচ্ছ প্লেয়ারকে ছেড়ে দিলেও সিএসকের পার্স অন্যদের থেকে অনেকটাই কম থাকবে। ১৫ কোটির কাছাকাছি পার্স নিয়ে মিনি নিলামে বসবে চেন্নাই ম্যানেজমেন্ট।

নজরে কারা?

ব্যাটিং ব্যর্থতায় গত দুই মরশুমে ভুগেছে চেন্নাই। তাই এবারের নিলামে মূলত ব্যাটারদের কিনতে চাইবে তারা। বিশেষত ভারতীয় ব্যাটার খুবই প্রয়োজন চেন্নাইয়ের। সেই সঙ্গে ডেথ ওভারে কার্যকরী বোলার কেনার পরিকল্পনা থাকতে পারে ধোনি ব্রিগেডের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএলের সবচেয়ে সফল দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি সিএসকে। পাঁচ বারের চ্যাম্পিয়ন। ১০ বারের ফাইনালিস্ট।
  • গত মরশুমে ৬ ম্যাচে মাত্র ১৫৬ রান করেছিলেন কিউয়ি ব্যাটার। তাই এবার হয়তো কনওয়েকে আর রাখতে চায় না চেন্নাই
  • সিএসকের পার্স অন্যদের থেকে অনেকটাই কম থাকবে। ১৫ কোটির কাছাকাছি পার্স নিয়ে মিনি নিলামে বসবে চেন্নাই ম্যানেজমেন্ট।
Advertisement