আইপিএল নিলাম মানেই টানটান উত্তেজনা। কোন ক্রিকেটার কোন দলে গেলেন, কার জন্য কতদূর ঝাঁপাল কোন দল-সব মিলিয়ে রোমহর্ষক। তবে তার আগে উত্তেজনা বাড়ায় রিটেনশন পর্ব। কোন ক্রিকেটারকে 'দূর' করে দিল কোন স্কোয়াড, কাকেই বা ট্রেড করে নিজের ঘর গুছিয়ে নিল ফ্র্যাঞ্চাইজিগুলো, সেগুলোও কম নাটকীয় নয়। একনজরে সব দলের মিনি নিলাম পূর্ববর্তী রণকৌশল। আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
প্রথমবার আইপিএল জয়ের স্বাদ পেয়েছেন বিরাট কোহলিরা। দীর্ঘ ১৮ বছরের খরা কাটিয়ে প্রথমবার আইপিএল এসেছে আরসিবি শিবিরে। কিন্তু সেই চ্যাম্পিয়ন স্কোয়াড থেকেও বেশ কয়েকজনকে ছেঁটে ফেলতে চলেছে ম্যানেজমেন্ট। উল্লেখ্য, আগামী বছরই বিক্রি হয়ে যেতে পারে গোটা দল। এহেন অস্থিরতার মধ্যেই মিনি নিলামে অংশ নেবে আরসিবি।
২০২৫ আইপিএলের পূর্ণ স্কোয়াড: রজত পাতিদার (অধিনায়ক), বিরাট কোহলি, যশ দয়াল, জস হ্যাজেলউড, ফিল সল্ট, জিতেশ শর্মা, লিয়াম লিভিংস্টোন, রশিখ দার, সুয়শ শর্মা, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, স্বপ্নিল সিং, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, নুয়ান থুসারা, মনোজ ভাণ্ডাগে, জ্যাকব বেথেল, দেবদত্ত পাড়িক্কল, স্বস্তিক চিকারা, লুঙ্গি এনগিডি, অভিনন্দন সিং, মোহিত রাঠি।
কাকে ছাড়া হতে পারে?
লিয়াম লিভিংস্টোন: ইংল্যান্ডের তারকা অলরাউন্ডারকে ৮.৭৫ কোটিতে কিনেছিল আরসিবি। কিন্তু দল চ্যাম্পিয়ন হলেও লিভিংস্টোন ফ্লপ। ১০ ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ১১২ রান আর দুই উইকেট। তাই এবার লিভিংস্টোনকে নিলামে ছাড়তে পারে আরসিবি। কমদামে আবারও তাঁকে ফেরানোর রাস্তাও খোলা থাকছে ম্যানেজমেন্টের কাছে।
রশিখ দার: জম্মু-কাশ্মীর থেকে উঠে আসা তারকা পেসার গত আইপিএলের প্রথম ম্যাচেই তিন উইকেট তুলে নিয়েছিলেন। কিন্তু পরের ম্যাচে আর দাগ কাটতে পারেননি বর্তমানে বরোদার হয়ে খেলা রশিখ। ৬ কোটিতে কেনা রশিখকে বেঞ্চেই বসিয়ে রাখে আরসিবি। এবার তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।
যশ দয়াল: রিঙ্কু সিংয়ের কাছে এক ওভারে পাঁচ ছক্কা খেয়েও আইপিএলে দুর্দান্তভাবে ফিরে এসেছেন। গতবার নিলামের আগে ৫ কোটি টাকায় তাঁকে রিটেন করেছিল আরসিবি। গত দুই মরশুমে তিনি মোট ২৮ উইকেট তুলে নিয়েছেন। কিন্তু ধর্ষণ-যৌন হেনস্তার মামলায় নাম জড়ানোর কারণে যশকে ছেড়ে দিতে পারে আরসিবি।
লুঙ্গি এনগিডি: ১ কোটি টাকায় প্রোটিয়া পেসারকে সই করিয়েছিল আরসিবি। কিন্তু গত মরশুমে মাত্র দু'টি ম্যাচ খেলেছেন, পেয়েছেন চার উইকেট। যেহেতু স্কোয়াডে লুঙ্গির সেরকম ভূমিকা নেই, তাই তাঁকে ছেড়ে দিয়ে পার্স ভ্যালু বাড়িয়ে রাখার ছক কষতে পারে আরসিবি।
এছাড়াও শোনা যাচ্ছে স্বপ্নিল সিং, অভিনন্দন সিং, মোহিত রাঠির মতো অপেক্ষাকৃত কম পরিচিত ক্রিকেটারদের ছেড়ে দিতে পারে বিরাটের দল। এমনকি গতবার চ্যাম্পিয়ন দলের বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা ক্রুণাল পাণ্ডিয়া, জশ হ্যাজেলউডদেরও ছেড়ে দেওয়া হবে বলে জল্পনা ছড়াচ্ছে।
যেহেতু একাধিক পেসার ছেড়ে দেওয়ার কথা ভাবছে আরসিবি, তাই নিলামে পেসার কিনতে পারে বিরাটদের দল। ভারতীয় পেসারদেরই অগ্রাধিকার দেওয়া হতে পারে নিলামে। সেক্ষেত্রে অন্য দলগুলি কোন ক্রিকেটারদের ছাড়বে সেদিকে নজর থাকবে আরসিবির। ভারতীয় ব্যাটারও দলে নিতে চাইবে ম্যানেজমেন্ট।
কত পার্স থাকতে পারে নিলামে?
২০২৫ মেগা নিলামের পর ৭৫ লক্ষ টাকা ছিল আরসিবির হাতে। এবারের নিলামে ২০ কোটিরও বেশি পার্স নিয়ে বসতে পারে ম্যানেজমেন্ট।
