সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজয়ী ক্রিকেটার তথা বাংলার ভূমিকন্যা রিচা ঘোষের নামে তৈরি হবে স্টেডিয়াম। চাঁদমনি টি এস্টেটের ২৭ একর জমিতে ওই স্টেডিয়াম তৈরি করবে রাজ্য সরকার। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে খবর শুনে রিচার মা-বাবার চোখে জল। 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'-কে রিচার বাবা মানবেন্দ্র ঘোষও জানালেন তাঁর অনুভূতির কথা।
তিনি বলেন, "এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের বহুদিনের স্বপ্ন আজ বাস্তব হচ্ছে। রিচার জন্য এটা একটা বড় পাওনা। তার সঙ্গে যাঁরা নতুন খেলাধুলোয় আসছে, তাঁদের জন্য এটা বিরাট প্রাপ্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর জন্য ধন্যবাদ জানাতে চাই।" রিচার মা স্বপ্না ঘোষও অভিভূত এই খবরে।
প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। ভারতীয় মহিলা টিমের অন্যতম নির্ভরযোগ্য সদস্য রিচা ঘোষ বাংলার ভূমিকন্যা। ফলে বিশ্বজয়ের স্বাদ বাংলায় আরও বেশি। ইতিহাস গড়া মেয়েকে আগেই সংবর্ধনা দিয়েছে রাজ্য সরকার। গত শনিবার ইডেন গার্ডেন্সে হয়ে গিয়েছে ‘রিচা-বরণ’। ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চমকপ্রদভাবে রিচাকে ওইদিন ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত করেছে রাজ্য সরকার। বঙ্গের ক্রিকেটারকে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এবার রিচাকে সম্মানিত করতে আরও বড় পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সোমবার উত্তরবঙ্গের পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে উত্তরবঙ্গের বৈঠকে জানালেন, রিচার নামে শিলিগুড়িতে রিচার নামে একটি স্টেডিয়াম। মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী ও মিতালি রাজের নামে স্ট্যান্ড আছে। কিন্তু ভারতে সে অর্থে কোনও ক্রিকেটারের নামে বিখ্যাত স্টেডিয়াম নেই। ফলে এই পদক্ষেপ অভিনব। উত্তরবঙ্গ থেকে আরও বেশি ক্রিকেট প্রতিভা যাতে বিকশিত হয়, সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। রিচার পরিবারেরও সেটাই প্রত্যাশা।
