রাজর্ষি গঙ্গোপাধ্যায়: সালটা ২০২২। সৌরভ গঙ্গোপাধ্যায় সদ্য বিসিসিআই সভাপতি পদ ছেড়েছেন। সব ঠিক থাকলে সে বছর আইসিসির প্রেসিডেন্ট পদে বসতে পারতেন তিনি। কিন্তু কোনও এক অদৃশ্য অঙ্গুলিহেলনে সেটা হয়নি। বিসিসিআইয়ের সম্মতি না মেলায় আইসিসি-র চেয়ারম্যান পদে লড়তেই পারেননি বাংলার মহারাজ। পরিবর্তে তারপর বিশ্ব ক্রিকেট সংস্থার চেয়ারম্যান হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ। যা নিয়ে আজও আক্ষেপ যায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
সেবছর সৌরভ বিসিসিআই সভাপতি পদ ছাড়ার পর থেকেই তাঁর আইসিসি প্রধান হওয়া নিয়ে জল্পনা ছিল। শোনা যাচ্ছিল, যদি বিসিসিআই আইসিসির নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে সৌরভই প্রার্থী হবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কেন্দ্র সরকারকে অনুরোধ করেছিলেন, যাতে সৌরভকে আইসিসিতে পাঠানো হয়। কিন্তু শেষ পর্যন্ত সেবার আইসিসির নির্বাচনে অংশ নেয়নি বিসিসিআই। সৌরভের আর আইসিসির চেয়ারম্যান হওয়া হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্ষেপ, 'বাঙালির শত্রু'দের জন্যই ওই মহার্ঘ্য পদে বসতে পারেননি সৌরভ। তবে তাঁর বিশ্বাস একদিন বিশ্ব ক্রিকেটার হর্তাকর্তা সৌরভ হবেনই।
শনিবার ইডেনে বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বললেন, "আমাদের বন্ধু আছে, শত্রুও আছে। সৌরভ দুঃখ পাবে। ও ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিল। আমি বড্ড ঠোঁটকাটা। আই সৌরভের আইসিসি সভাপতি হওয়ার কথা ছিল। সৌরভ ছাড়া অন্য কারও ওই পদে থাকার কথা নয়।" অর্থাৎ নাম না করে তিনি নিশানা করেছেন আইসিসির বর্তমান সভাপতি জয় শাহকেই। বলা ভালো, তাঁর বাবা অমিত শাহকে। তবে মুখ্যমন্ত্রী আশাবাদী, আজ না হলেও আগামী দিনে সৌরভ গঙ্গোপাধ্যায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ পদে বসবেনই।
