সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবল জগতের অন্যতম সেরা তারকা গ্যারি নেভিল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার টেস্ট ক্রিকেট দেখে বড় হয়েছেন। কিন্তু ওয়ানডে বা টি-টোয়েন্টি? সেগুলোর প্রসঙ্গ এলেই একটু গুলিয়ে ফেলেন ৫০ বছর বয়সি প্রাক্তন রাইট ব্যাক। সাদা বলের ক্রিকেটের একেবারেই 'ভক্ত' নন তিনি। কারণ টেস্ট ক্রিকেটের সঙ্গে জীবনের উত্থানপতনের মিল পাওয়া যায়।
সারা জীবন একটা ক্লাবেই খেলেছেন নেভিল। রেড ডেভিলসের হয়ে ৪০০ ম্যাচ খেলেছেন। ইংল্যান্ডের হয়ে খেলেছেন ৮৫টি ম্যাচ। ছোটবেলায় প্রচুর ক্রিকেট ম্যাচ দেখেছেন। সেটাই এখনও তাঁর একমাত্র ভালোবাসা। কারণ টেস্ট ক্রিকেটের মতো অন্য কোনও ফরম্যাট অত উত্তেজক নয়। আর ওয়ানডে ও টি-টোয়েন্টির ক্যালেন্ডারের মাঝে টেস্ট ক্রিকেট অনেকটাই চাপা পড়ে যাওয়ায় এখন আর খোঁজ রাখতে পারেন না নেভিল।
তিনি বলেন, "আমি আগে যেরকম দেখতাম, এখন সেরকম দেখা হয় না। ছোটবেলার কথা মনে পড়ছে। তখন আমি ঠাকুমার সঙ্গে সারাদিন শুয়ে শুয়ে ক্রিকেট দেখতাম। সেটা ছিল টেস্ট ক্রিকেট। কিন্তু এখন আমার সব কিছু গুলিয়ে যায়। এত আলাদা আলাদা ফরম্যাট রয়েছে এখন। আমি ওয়ানডে বা টি-টোয়েন্টি ক্রিকেটের একদম ভক্ত নই। জীবনে যেমন উত্থানপতন থাকে, টেস্ট ক্রিকেটও আমি সেজন্যই দেখতে চাই। তবে মনে হয়, অন্য ফরম্যাটের নিশ্চয়ই দাম আছে, লোকে ভালোবাসে। তাই টিভিতে এত দাম ওঠে।"
নেভিলের সংযোজন, "আমি সেটা বুঝতে পারি। টেস্ট ক্রিকেট সম্পর্কে এখন খোঁজখবর রাখতে পারি না। এখন জানতেও পারি না কবে টেস্ট ক্রিকেট থাকবে। এখন তো মনে হয় ওয়ানডে ক্যালেন্ডারের মধ্যে টেস্ট ক্যালেন্ডারকে গুঁজে দেওয়া হয়। আমি জানি হয়তো এটা জনপ্রিয় মত নয়। লোকে এখন উত্তেজক ফরম্যাট দেখতে চায়। ফুটবলে যেমন অনেকে হাইলাইট দেখে নেয়। কিন্তু আমি চিরকাল টেস্ট ক্রিকেটকে ভালোবাসব।" উল্লেখ্য, ক্রিকেটটাও একসময় ভালোই খেলতেন নেভিল।
