shono
Advertisement
Mohammed Siraj

'সিরাজকে সংযত হতে বলুক ভারত', সতর্কবার্তা প্রাক্তন অজি তারকার

অ‌্যাডিলেড টেস্ট চলাকালীন লেগে যায় হেড আর সিরাজের মধ্যে।
Published By: Anwesha AdhikaryPosted: 03:36 PM Dec 11, 2024Updated: 03:36 PM Dec 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ‌্যসমাপ্ত অ‌্যাডিলেড টেস্টে অস্ট্রেলীয় ব‌্যাটার ট্রাভিস হেডের সঙ্গে মাঠে ঝামেলা বাঁধিয়েছিলেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। যার পরিণতি হিসেবে, সতর্ক করার পাশাপাশি তাঁকে আর্থিক জরিমানাও করা হয়েছে। এবার সিরাজের আচরণ প্রসঙ্গে প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক মার্ক ওয়া ভারতীয় টিমের কাছে এক আর্জি পেশ করলেন। মার্ক বলে দিলেন, ভারতীয় টিমের উচিত উইকেট নেওয়ার সময় আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করে যে ভাবে সিরাজ আগেভাগে উৎসব শুরু করে দেন, সেটা দেখা। কারণ, সেটা দেখতে খারাপ লাগে।

Advertisement

‘‘ট্রাভিসের সঙ্গে যা হয়েছে, সে নিয়ে আমি বলছি না। কিন্তু আমি বলব, ভারতের টিমের উচিত সিরাজের সঙ্গে একবার কথা বলা। যাতে ও সংযত আচরণ করে। অনেক সময়ই দেখি, ব‌্যাটারকে আউট করে ও আগাম উৎসব শুরু করে দেয়। আম্পায়ারের সিদ্ধান্তের জন‌্য অপেক্ষা না করে। আমার মনে হয়, সেটা ক্রিকেট এবং সিরাজ, দুইয়ের পক্ষেই খারাপ,’’ এক চ‌্যানেলে বলে দিয়েছেন মার্ক। সঙ্গে যোগ করেছেন, ‘‘এমনিতে সিরাজের বোলিং দেখতে আমার বেশ ভালো লাগে। ওর উৎসাহ, আগ্রাসন, লড়াকু মেজাজ, সবই আমাকে টানে। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ‌্যে উপভোগ‌্য একটা টেস্ট সিরিজ চলছে। কিন্তু একই সঙ্গে, খেলাটাকেও সম্মান করা প্রয়োজন। আমার মনে হয়, সিনিয়ররা সিরাজের সঙ্গে একটু কথা বললেই কাজ হবে।’’

অ‌্যাডিলেড টেস্ট চলাকালীন লেগে যায় হেড আর সিরাজের মধ্যে। তার পর দু’জনেই সে ঘটনা নিয়ে প্রকাশ্যে কথাবার্তা বলেন। তবে পরে, হেড-সিরাজ দু’জনকেই দেখা যায় মাঠে ব‌্যাপারটা মিটিয়ে নিতে। তবে শাস্তির হাত থেকে রেহাই পাননি তাঁরা। হেডকে একটা ‘ডিমেরিট পয়েন্ট’ দেওয়া হয়। সিরাজের আবার একটা ‘ডিমেরিট পয়েন্ট’-এর সঙ্গে কুড়ি শতাংশ ম‌্যাচ ভাতাও কেটে নেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সিরাজের আচরণ প্রসঙ্গে প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক মার্ক ওয়া ভারতীয় টিমের কাছে এক আর্জি পেশ করলেন।
  • ভারতের টিমের উচিত সিরাজের সঙ্গে একবার কথা বলা। যাতে ও সংযত আচরণ করে।
  • সিরাজের আবার একটা ‘ডিমেরিট পয়েন্ট’-এর সঙ্গে কুড়ি শতাংশ ম‌্যাচ ভাতাও কেটে নেওয়া হয়েছে।
Advertisement