shono
Advertisement
Shardul Thakur

মরশুমের প্রথম ট্রেড, এবার মুম্বই যাচ্ছেন কেকেআরে খেলা তারকা, দলবদল শচীনপুত্রেরও?

'ঘরে ফিরছেন' তারকা ক্রিকেটার।
Published By: Anwesha AdhikaryPosted: 06:10 PM Nov 13, 2025Updated: 06:44 PM Nov 13, 2025

শিলাজিৎ সরকার: আইপিএল রিটেনশন প্রকাশের দিনক্ষণ এগিয়ে আসছে। তার আগেই চলতি বছরের প্রথম ট্রেডিংয়ের ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স। লখনউ সুপার জায়ান্টস থেকে তারা ট্রেড করল শার্দূল ঠাকুরকে। তবে শার্দূলের পরিবর্তে কাকে লখনউয়ে পাঠানো হল, সেই নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, অর্জুন তেণ্ডুলকর যোগ দিতে পারেন লখনউয়ে।

Advertisement

রিটেনশনের সময় এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই জল্পনা চলছিল, মুম্বই এবার ভীষণভাবে চাইছে শার্দূল ঠাকুরকে। মুম্বইয়ের অলরাউন্ডার এ পর্যন্ত নিজের রাজ্যের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেননি। গতবার নিলামে অবিক্রিত ছিলেন শার্দূল। তবে শেষ মুহূর্তে মহসিন খান চোট পাওয়ায় তাঁকে সই করায় এলএসজি। ২ কোটি টাকায় লখনউয়ে যোগ দেন। এক ম্যাচে পাঁচ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। গত আইপিএলে ১০ ম্যাচে ১৩ উইকেট পান শার্দূল।

সূত্রের খবর, এবার পুরো বোলিং বিভাগ বদলে ফেলতে চাইছে লখনউ। সেকারণেই শার্দূলকে ছাড়ার সিদ্ধান্ত। এবার মুম্বইয়ের সমস্যা হল, শার্দূলের ২ কোটি টাকার দাম মেটানোর টাকা এই মুহূর্তে তাঁদের হাতে নেই। সেজন্য একাধিক ক্রিকেটারকে বেচতে হবে। শোনা যাচ্ছে, শার্দূলের জন্য টাকা-সহ অর্জুন তেণ্ডুলকরকে লখনউয়ের কাছে বেচতে চেয়েছে মুম্বই। তাতে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজির বিশেষ আপত্তি নেই বলেও খবর।

বৃহস্পতিবার আইপিএলের তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, সেখানে অবশ্য অর্জুনের উল্লেখ নেই। স্রেফ জানানো হয়েছে, আগামী মরশুমের জন্য লখনউ থেকে শার্দূলকে ট্রেড করেছে মুম্বই ইন্ডিয়ান্স। উল্লেখ্য, এই প্রথমবার নিজের রাজ্যের দলের হয়ে আইপিএল খেলবেন শার্দূল। চেন্নাই সুপার কিংসের জার্সিতে দু'বার আইপিএল জিতেছেন। একবছর খেলেছেন কেকেআরেও। তবে গত মরশুমে তাঁকে কেনেনি কোনও দল। এবার ঘরের মাঠে নতুন ইনিংস শুরু করবেন শার্দূল। সেই সঙ্গে গুজরাট টাইটান্স থেকে শেন রাদারফোর্ডকেও ট্রেড করেছে মুম্বই। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রিটেনশনের সময় এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই জল্পনা চলছিল, মুম্বই এবার ভীষণভাবে চাইছে শার্দূল ঠাকুরকে।
  • এবার পুরো বোলিং বিভাগ বদলে ফেলতে চাইছে লখনউ। সেকারণেই শার্দূলকে ছাড়ার সিদ্ধান্ত।
  • বৃহস্পতিবার আইপিএলের তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, সেখানে অবশ্য অর্জুনের উল্লেখ নেই।
Advertisement