shono
Advertisement
Gautam Gambhir

'সবাই জায়গা বাঁচাতে ভয়ে ভয়ে খেলছে', গম্ভীর জমানায় দলের অন্দরের 'আতঙ্ক' নিয়ে সরব কাইফ

কেন রান করা সত্ত্বেও সুযোগ পাচ্ছেন না সুদর্শন-সরফরাজ? প্রশ্ন কাইফের।
Published By: Arpan DasPosted: 08:45 PM Nov 17, 2025Updated: 08:51 PM Nov 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠ, পছন্দসই পিচ, অল্প রানের লক্ষ্য। তারপরও কেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারল টিম ইন্ডিয়া? গৌতম গম্ভীরের মত, ইডেন গার্ডেন্সের টার্নিং পিচে রান করার মতো মানসিক দৃঢ়তা ছিল না। কিন্তু প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই সহমত নন। যেমন মহম্মদ কাইফ আরও গভীর সমস্যা খুঁজে পেয়েছেন। তাঁর মতে, ভারতীয় ব্যাটাররা ভয়ে ভয়ে খেলছেন। নিজেদের জায়গা বাঁচানোর জন্য খেলছেন। তাহলে কি গম্ভীর-জমানা ত্রাসের সৃষ্টি করছে?

Advertisement

ভারতীয় ব্যাটিংয়ের তিন নম্বরে কখনও সাই সুদর্শন, কখনও ওয়াশিংটন সুন্দর খেলছেন। আবার ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে সুযোগ পাচ্ছেন না অভিমন্যু ইশ্বরণ বা সরফরাজ খান। সেটাই সামনে রেখে কাইফ বলেন, "যেই খেলতে নামুক না কেন, যেন মনে হচ্ছে তাঁদের পাশে কেউ নেই। সবাই ভয়ে ভয়ে খেলছে, যেন দল তাঁদের সমর্থন করছে না। কেউ সাহস নিয়ে স্বাধীনভাবে খেলছে না।"

তাঁর সংযোজন, "১০০ রান করেও সরফরাজ খানের জায়গা নিশ্চিত নয়। সেঞ্চুরি করার পরও দলে তার জায়গা হয় না। সাই সুদর্শন ৮৭ রান করেছে। তাকে পরের টেস্ট ম্যাচে খেলানো হল না। আমার মনে হয় এই দলে অনেক ভুল বোঝাবুঝি রয়েছে।" দক্ষিণ আফ্রিকার জয়ের পরও কাইফ লিখেছিলেন, 'দক্ষিণ আফ্রিকা দেখিয়ে দিয়েছে, দু'জন ভালো স্পিনার খেলিয়ে ভারতে টেস্ট জেতা যায়।' সেখানে ভারত চার স্পিনারে নেমেছিল। কারণ, গম্ভীর টার্নিং পিচ চেয়েছিলেন।

আবার টেস্ট শুরুর দিনই তিনি লিখেছিলেন, '৮৭ করার পরও সাই সুদর্শনকে বসানোর কারণ বুঝতে পারছি না। আমাদের জানানো হয়েছিল, বয়সের জন্য রোহিতকে অধিনায়কের পদ থেকে সরানো হচ্ছে। আর এখন তরুণদের উপর ভরসা করা হচ্ছে। ড্রেসিংরুমের জন্য যা একেবারেই ভালো লক্ষণ নয়।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘরের মাঠ, পছন্দসই পিচ, অল্প রানের লক্ষ্য। তারপরও কেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারল টিম ইন্ডিয়া?
  • গৌতম গম্ভীরের মত, ইডেন গার্ডেন্সের টার্নিং পিচে রান করার মতো মানসিক দৃঢ়তা ছিল না।
  • কিন্তু প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই সহমত নন। যেমন মহম্মদ কাইফ আরও গভীর সমস্যা খুঁজে পেয়েছেন।
Advertisement