রাজর্ষি গঙ্গোপাধ্যায়: একবছরেরও বেশি সময় পরে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু মাঠে নামা হল না। ইডেনে ভারত-ইংল্যান্ড প্রথম টি-২০র দলেই রাখা হল না মহম্মদ শামিকে। বুধবার ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি হচ্ছে দুই দল। কিন্তু নিজের ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করতে পারলেন না বঙ্গ পেসার। সূত্রের খবর, শামি নাকি পুরোপুরি ফিট নন। সেকারণেই তাঁকে এদিনের ম্যাচে দলে রাখা হয়নি। যদিও অনুশীলনে শামিকে প্রচণ্ড গতিতে পুরোদমে বোলিং করতে দেখা গিয়েছে।
২০২৩-র বিশ্বকাপে ভারতের জার্সিতে শেষবার নেমেছিলেন শামি। তারপর দীর্ঘ চোট সারিয়ে মাঠে ফিরেছেন। রনজি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফির একাধিক ম্যাচে ভালো পারফর্ম করেছেন। কিন্তু জাতীয় দলের দরজা খোলেনি। হাল না ছেড়ে লাগাতার পরিশ্রম করে গিয়েছেন বঙ্গ পেসার। অবশেষে জাতীয় দলে কামব্যাক। ইংল্যান্ড সফর এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেয়েছেন তারকা পেসার।
জাতীয় দলে সুযোগ পাওয়ার পরেও নিবিড় অনুশীলনে ডুবে থেকেছেন তারকা পেসার। গত রবিবার থেকে লাগাতার ব্যাটিং-বোলিং করেছেন। আগের মতোই দুরন্ত গতিতে বল করেছেন শামি। কোনওরকম অস্বস্তিও দেখা যায়নি বল করার সময়ে। কিন্তু প্রিয় ইডেনে খেলা হল না তাঁর। টসে জিতে বল করার সিদ্ধান্ত নিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। জানালেন, প্রথম একাদশে জায়গা পাননি শামি।
কেন প্রথম একাদশে রাখা হল না শামিকে? সূর্য জানালেন, দলের শক্তির ভিত্তিতেই প্রথম একাদশ নির্বাচন করা হয়েছে। অর্থাৎ টিম কম্বিনেশনের কারণে প্রথম একাদশে শামির জায়গা হয়নি। আবার শোনা যাচ্ছে, শামি নাকি পুরো ফিট নন। কিন্তু প্রশ্ন উঠছে, শামি যদি সত্যি আনফিট হন তাহলে হর্ষিত রানাকে কেন খেলানো হল না? সবমিলিয়ে, একরাশ ধোঁয়াশা নিয়ে শুরু হল ইডেনের ম্যাচ।