shono
Advertisement
Brisbane test

মাঠে নামতেই প্রবল কটাক্ষ সিরাজকে! গাব্বায় দর্শকদের অভ্যবতার ভিডিও ভাইরাল

ট্র্যাভিস হেডের সঙ্গে সংঘাতের পর থেকেই অজি দর্শকদের কাছে 'ভিলেনে' পরিণত হয়েছেন সিরাজ।
Published By: Anwesha AdhikaryPosted: 12:58 PM Dec 14, 2024Updated: 12:58 PM Dec 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিসবেনে দর্শকদের কটাক্ষের মুখে পড়লেন মহম্মদ সিরাজ। শনিবার গাব্বায় টেস্ট খেলতে নামে ভারত। সেখানে তারকা পেসার বল করার সময়েই তাঁকে তিরস্কার করেন অজি দর্শকরা। উল্লেখ্য, ট্র্যাভিস হেডের সঙ্গে সংঘাতের পর থেকেই অজি দর্শকদের কাছে 'ভিলেনে' পরিণত হয়েছেন সিরাজ।

Advertisement

অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনে হেড আউট হওয়ার পর রীতিমতো আগ্রাসী ভঙ্গিতে অজি ব্যাটারকে বাইরের পথ দেখান সিরাজ। পালটা হেডও কটূক্তি করেন। দুজনের উত্তপ্ত বাক্যবিনিময় অবশ্য খুব বেশিদূর গড়ায়নি। খেলা শেষ হয়ে যেতে দুই ক্রিকেটার একে অপরকে জড়িয়ে ধরেন। কিন্তু দুজনকেই পরে দোষী সাব্যস্ত করে আইসিসি। অন্যদিকে, রেগে গিয়ে ক্রিজে দাঁড়িয়ে থাকা মার্নাস লাবুশানের দিকে বল ছোড়ার অভিযোগও ওঠে সিরাজের বিরুদ্ধে। 

আইসিসির তরফে বিষয়টির নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেও সিরাজকে কাঠগড়ায় তুলছেন প্রাক্তন অজি ক্রিকেটাররা। কারও মতে, সেলিব্রেশন করতে গিয়ে অতিরিক্ত আগ্রাসন দেখাচ্ছেন সিরাজ। ভারতীয় টিম ম্যানেজমেন্টের উচিত সিরাজের সঙ্গে এই নিয়ে কথা বলা। পাশাপাশি, সিরাজকে নিয়ে নেতিবাচক ধারণা ছড়ায় অজি জনমানসে। তবে গোটা বিষয়টি নিয়ে অহেতুক জলঘোলা হচ্ছে বলে পালটা দাবি করেন হরভজন সিং।

বিতর্কের আবহেই গাব্বা টেস্টে খেলতে নামে ভারত এবং অস্ট্রেলিয়া। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় ওভারে বল করতে আসেন সিরাজ। সেই সময়ে তারকা পেসারকে উদ্দেশ্য করে কটাক্ষ করতে থাকেন দর্শকরা। যদিও সিরাজকে সেভাবে প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি। খুব বেশিক্ষণ অবশ্য দর্শকদের দুর্ব্যবহার সহ্য করতে হয়নি সিরাজকে। মাত্র ১৩.২ ওভার খেলা হওয়ার পরেই বৃষ্টিতে ভেস্তে যায় গাব্বা টেস্টের প্রথম দিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনে হেড আউট হওয়ার পর রীতিমতো আগ্রাসী ভঙ্গিতে অজি ব্যাটারকে বাইরের পথ দেখান সিরাজ।
  • আইসিসির তরফে বিষয়টির নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেও সিরাজকে কাঠগড়ায় তুলছেন প্রাক্তন অজি ক্রিকেটাররা।
  • টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় ওভারে বল করতে আসেন সিরাজ।
Advertisement