shono
Advertisement
Mohsin Naqvi

'পাক ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল', ছোটদের এশিয়া কাপে ভারতকে হারিয়ে 'সপ্তম স্বর্গে' নকভি

'দাপুটে, নির্ভীক এবং অবিস্মরণীয় পারফরম্যান্স', পাক ব্রিগেডের প্রশংসায় নকভি।
Published By: Anwesha AdhikaryPosted: 04:24 PM Nov 17, 2025Updated: 04:24 PM Nov 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দের এশিয়া কাপে হারের হ্যাটট্রিক হয়েছে। ফাইনালে উঠলেও জিততে পারেনি পাকিস্তান। তাই এবার ছোটদের এশিয়া কাপে পাকিস্তানের জয় নিয়ে সেলিব্রেশনে মেতেছেন মহসিন নকভি। রবিবার রাইজিং স্টার্স এশিয়া কাপে ভারতকে আট উইকেটে হারিয়েছে পাকিস্তান। তারপরেই পাক ক্রিকেটারদের বাহবা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন পাক বোর্ডের প্রধান তথা পাক মন্ত্রী নকভি।

Advertisement

গত এশিয়া কাপ, মহিলাদের বিশ্বকাপ-যখনই ভারত-পাক ম্যাচ হয়েছে তখনই হেরে মাঠ ছেড়েছে পাকিস্তান। দীর্ঘদিন পর ভারতের বিরুদ্ধে জয়ের স্বাদ পেয়ে উচ্ছ্বসিত নকভি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'পাকিস্তানের পক্ষে আজ খুবই গর্বের দিন। আমাদের পাকিস্তান শাহিন ভারতের 'এ' দলকে ৮ উইকেটে হারিয়েছে, মাত্র ১৩.২ ওভারে রান তাড়া করেছে। দোহার এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে এটা একটা দাপুটে, নির্ভীক এবং অবিস্মরণীয় পারফরম্যান্স। আমাদের তরুণ তুর্কিরা দারুণ ক্রিকেট খেলেছে, পাকিস্তানের ভবিষ্যৎ উজ্জ্বল। সকলকে অনেক শুভেচ্ছা।'

প্রসঙ্গত, বর্তমান প্রথামাফিক ছোটদের এশিয়া কাপেও পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারত। রবিবার ‘রাইজিং স্টার এশিয়া কাপ’-এর ম্যাচে ভারতকে ব্যাট করতে পাঠান পাকিস্তান অধিনায়ক ইরফান খান নিয়াজি। তবে ভালো শুরু করেই আচমকাই ছন্দপতন ঘটে ভারতীয় ইনিংসে। বৈভব সূর্যবংশীর ঝোড়ো ৪৫ এবং নমন ধীরের ৩৫ ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটার সফল হননি। ভারতের ইনিংস শেষ হয় ১৩৬ রানে। মাত্র ১৩.২ ওভারেই জেতার রান তুলে নেয় পাকিস্তান। ওপেনার মাজ সাদাকাত করেন ৪৭ বলে ৭৯।

যদিও এই ম্যাচে তুমুল বিতর্ক শুরু হয়েছে এক ক্যাচ নিয়ে। সুয়াশ শর্মার বল তুলে মারেন পাক ওপেনার মাজ সাদাকাত। লং অনে সেই ক্যাচ প্রথমে তালুবন্দি করেন নমন ধীর। কিন্তু টাল সামলাতে পারেননি। তবে বাউন্ডারির বাইরে পা যাওয়ার আগেই বুদ্ধিমত্তার সঙ্গে বল এপারে ছুড়ে দেন। সেই ক্যাচ নেন নেহাল ওয়াধেরা। তবে আইসিসির নিয়ম মেনেই ওই ক্যাচে আউট দেওয়া হয়নি। যদিও সেই নিয়ে অসন্তুষ্ট টিম ইন্ডিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত এশিয়া কাপ, মহিলাদের বিশ্বকাপ-যখনই ভারত-পাক ম্যাচ হয়েছে তখনই হেরে মাঠ ছেড়েছে পাকিস্তান।
  • রবিবার ‘রাইজিং স্টার এশিয়া কাপ’-এর ম্যাচে ভারতকে ব্যাট করতে পাঠান পাকিস্তান অধিনায়ক ইরফান খান নিয়াজি। তবে ভালো শুরু করেই আচমকাই ছন্দপতন ঘটে ভারতীয় ইনিংসে।
  • এই ম্যাচে তুমুল বিতর্ক শুরু হয়েছে এক ক্যাচ নিয়ে।
Advertisement