shono
Advertisement

Breaking News

Asia Cup trophy

'অনুমতি ছাড়া যেন কেউ হাতও না দেয়', এশিয়া কাপ ট্রফি তালাবন্ধ করে নিদান নকভির

এশিয়া কাপ ট্রফি নিয়ে নাটক অব্যাহত পাক মন্ত্রীর।
Published By: Subhajit MandalPosted: 04:44 PM Oct 10, 2025Updated: 05:10 PM Oct 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের ট্রফি নিয়ে এবার নয়া নাটক এসিসি প্রেসিডেন্ট তথা পাকিস্তানের মন্ত্রী মহসিন নকভির। শোনা যাচ্ছে, এশিয়া কাপের ট্রফিটি নাকি তিনি দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অফিসে তালাবন্ধ করে দিয়েছেন। সঙ্গে এসিসির পদাধিকারীদের সাফ নির্দেশ দিয়েছেন, তাঁর অনুমতি ব্যতীত কোনওভাবেই যেন ওই ট্রফিতে হাত দেওয়া না হয়, ট্রফি যদি ভারতকে দিতে হয়, তাহলে তিনি নিজেই দেবেন।

Advertisement

এশিয়া কাপের ফাইনালে পাক-বধের পর কী কী ঘটেছে, সেগুলো সবার জানা। আসলে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সজোরে ‘থাপ্পড়’ খেয়েছেন নকভি। যিনি কি না পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও পাকিস্তানের মন্ত্রীও। ফলে ‘প্রতিশোধ’ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি। তিনি শর্ত দিয়েছেন, ভারতকে ট্রফি নিতে হলে নিতে হবে তাঁর হাত থেকেই। সেটাও ঘটা করে অনুষ্ঠান করে। এই প্রস্তাবে যে বিসিসিআই রাজি হবে না, তা বলাই বাহুল্য। ভরা মঞ্চে যেখানে পাক মন্ত্রীর থেকে পুরস্কার নিতে রাজি হয়নি, সেখানে ‘বিশেষ অনুষ্ঠানে’ তো প্রশ্নই ওঠে না।

এসবের মধ্যেই ভারতীয় বোর্ড পালটা নকভিকে কোণঠাসা করার চেষ্টা করছে। বিসিসিআই সাফ জানিয়ে দিয়েছে, আগামী নভেম্বরের আইসিসি বৈঠক। তার আগে ট্রফি ফেরত না দিলে আইসিসির দ্বারস্থ হবে বিসিসিআই। ক্ষিপ্ত ভারতীয় বোর্ড কর্তারা এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধানের পদ থেকে অপসারণ চাইবেন নকভির। জোরালো দাবি পেশ করা হবে।

কিন্তু সেই হুমকিতে নকভি দমছেন না। তিনি এশিয়া কাপের ওই ট্রফি এসিসির অফিসে তালাবন্ধ করে রেখেছেন। একই সঙ্গে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, কোনওভাবেই তাঁর নির্দেশ ছাড়া ওই ট্রফিতে যেন কেউ হাত দিতে না পারে। ট্রফি যদি হস্তান্তর করার প্রয়োজন পড়ে তাহলে সেটা তিনি নিজে করবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এশিয়া কাপের ট্রফি নিয়ে এবার নয়া নাটক এসিসি প্রেসিডেন্ট তথা পাকিস্তানের মন্ত্রী মহসিন নকভির।
  • শোনা যাচ্ছে, এশিয়া কাপের ট্রফিটি নাকি তিনি দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অফিসে তালাবন্ধ করে দিয়েছেন।
  • এসিসির পদাধিকারীদের সাফ নির্দেশ দিয়েছেন, তাঁর অনুমতি ব্যতীত কোনওভাবেই যেন ওই ট্রফিতে হাত দেওয়া না হয়, ট্রফি যদি ভারতকে দিতে হয়, তাহলে তিনি নিজেই দেবেন।
Advertisement