সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনিয়র এশিয়া কাপের ট্রফি নিয়ে 'পালিয়ে' যাওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এবার পিএসএলের ভূয়সী প্রশংসা করে তুমুল কটাক্ষের শিকার হলেন পাক বোর্ডের প্রধান মহসিন নকভি। তাঁর দাবি, পাকিস্তান সুপার লিগই বিশ্বের সেরা টুর্নামেন্ট হিসাবে উঠে আসবে। তাতেই আমজনতার পালটা প্রশ্ন, ট্রফি কবে দেবেন?
ঐতিহাসিক লর্ডসে পিএসএলের রোড শো'তে উপস্থিত ছিলেন নকভি। সঙ্গে ছিলেন পাকিস্তানের দুই প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম এবং রামিজ রাজা। সকলকে নিয়ে একটি টক শো আয়োজন করেছিলেন পিএসএলের সিইও সলমন নাসের। সেই আলোচনাসভাতেই নকভি দাবি করেন, "আমার লক্ষ্যটা খুবই সহজ। পিএসএলকে বিশ্বের সেরা লিগ করে তুলতে হবে। আমার পাশে রামিজ এবং ওয়াসিমের মতো কিংদন্তিরা রয়েছেন। তাই আমি খুবই আত্মবিশ্বাসী। আমাদের এই লক্ষ্য পূরণ হবেই।"
নকভির এই মন্তব্য ছড়িয়ে পড়তেই সোশাল মিডিয়ায় উঠেছে হাসির রোল। নেটিজেনদের অনেকের মতে, জেগে স্বপ্ন দেখছেন পাক বোর্ডের প্রধান। সাক্ষাৎকারেই নকভির দাবি, ক্রিকেটাররা আইপিএল ছেড়ে পিএসএলে খেলতে চাইছেন। সেই মন্তব্যের তুমুল সমালোচনা করে এক নেটিজেন জানতে চেয়েছেন, 'পিএসএলের বাজেট কত? কয়েকজন ক্রিকেটার আইপিএল ছেড়ে পিএসএলে নাম লেখালেই পাক লিগটা বিশ্বের সেরা হয়ে যায় না।'
নকভির 'ট্রফিচোর' তকমাও মনে করিয়ে দিতে ভোলেননি নেটিজেনরা। গত সেপ্টেম্বরে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কিন্তু তিনমাস গড়াতে চললেও ট্রফি নিয়ে নাটক এখনও অব্যাহত। টিম ইন্ডিয়াকে ট্রফি ফেরাতে নানান হুমকি-ধমকি পর্যন্ত দিয়েছেন মহসিন নকভি। চাপিয়েছেন শর্ত। ট্রফি নাকি এসিসি’র প্রধান কার্যালয় থেকে এক্কেবারে গায়েব করে ফেলেছেন তিনি, এমনটাও শোনা গিয়েছে। এহেন পরিস্থিতিতে পিএসএলের প্রশংসা করে কার্যত নিজের কটাক্ষ নিজেই ডেকে আনলেন নকভি।
