shono
Advertisement

Breaking News

MS Dhoni

আগামী মরশুমেও আইপিএল খেলবেন ধোনি? মুখ খুললেন সিএসকে কর্তা

হাঁটুর চোটও ভোগাচ্ছে মাহিকে।
Published By: Arpan DasPosted: 07:23 PM Nov 07, 2025Updated: 07:23 PM Nov 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে উন্মাদনায় এতটুকু ভাটা পড়েনি। তাঁর বয়স এখন ৪৪। আগামী আইপিএলে কি খেলবেন মাহি? তা নিয়ে এখন থেকেই কৌতূহল অনন্ত। সামনেই আইপিএলের নিলাম রয়েছে। তার আগে ধোনিকে নিয়ে মুখ খুললেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন।

Advertisement

আইপিএলের প্রথম মরশুম থেকে চেন্নাইয়ের হয়ে খেলেছেন ধোনি। মাঝে শুধু দুই মরশুম ছিলেন রাইজিং পুনে সুপার জায়ান্টসে। ২০২৫ সালের মেগা নিলামের আগে সিএসকে তাঁকে 'আনক্যাপড প্লেয়ার হিসেবে ধরে রেখেছিল। গত আইপিএলে রুতুরাজ ছিটকে যাওয়ায় অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় ধোনিকে। যদিও ১৪ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে শেষ করে চেন্নাই সুপার কিংস।

কিন্তু আসন্ন মরশুমে কি খেলবেন? যা নিয়ে কাশী বিশ্বনাথন বলেন, "আমরা অত্যন্ত আশাবাদী যে ধোনি পরের মরশুমে খেলবে।" অর্থাৎ সম্ভাবনা এখনই নাকচ করে দিচ্ছেন না কাশী। আসলে গত মরশুমে ভরাডুবির পর নতুন করে দল গোছানোর কাজও শুরু হয়ে যায়। আয়ুষ মাত্রের মতো তরুণ তুর্কিদের সামনে এগিয়ে দেওয়া হয়। তবে আর হয়তো নেতৃত্ব দেবেন না। রুতুরাজ ফিরলে আগামী মরশুমে তিনিই সিএসকে’কে নেতৃত্ব দেবেন।

তবে সমস্যা রয়েছে একটাই। সেটা হল হাঁটুর পুরনো চোট। বেশ কয়েক মরশুম ধরেই এই চোট ভোগাচ্ছে। গতবছরও যা ধোনিকে সমস্যায় ফেলেছিল। এমনকী মাস কয়েক আগে চোটের পরিস্থিতি নিয়ে মাহি নিজেই বলেছিলেন, “আরে, ঘুটনে মে জো দর্দ‌ হোতা হ্যায় উসকা টেক কেয়ার কৌন করেগা?" অর্থাৎ, হাঁটুতে যে ব্যথা রয়েছে, কে তার যত্ন নেবে? তবে কাশীর বক্তব্যের পর ধোনিকে নিয়ে আশা বাড়ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে উন্মাদনায় এতটুকু ভাটা পড়েনি। তাঁর বয়স এখন ৪৪।
  • আগামী আইপিএলে কি খেলবেন মাহি? তা নিয়ে এখন থেকেই কৌতূহল অনন্ত।
  • সামনেই আইপিএলের নিলাম রয়েছে। তার আগে ধোনিকে নিয়ে মুখ খুললেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন।
Advertisement