shono
Advertisement
MS Dhoni

ঠিক অভিভাবকের মতো, অন্তরালে থেকেই ঝাড়খণ্ডের অনূর্ধ্ব-১৯ টিমকে 'জয়মন্ত্র' ধোনির

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার পর মহেন্দ্র সিং ধোনি আর বিশেষ শিরোনামে থাকেন না।
Published By: Subhajit MandalPosted: 12:09 PM Nov 09, 2025Updated: 12:09 PM Nov 09, 2025

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার পর মহেন্দ্র সিং ধোনি আর বিশেষ শিরোনামে-টামে থাকেন না। বছরে মাস দু’য়েকের আইপিএলে তাঁর ক্রিকেট-জ‌্যোতি প্রত‌্যক্ষ করে আসমুদ্রহিমাচল। ‘থালা’র উপাসককুলের মধ‌্যে আগাম আরাধনা শুরু হয়ে যায় সে সময়, প্রিয় মহানায়কের রান-প্রার্থনায়। কিন্তু বছরের বাকি দশ মাস খবরে থাকেন না ধোনি। তিনি ঠিক কি করেন না করেন, জানতে পারে না লোকে। বলা ভালো, তিনি জানতে দেন না। মাঝেমধ‌্যে কোনও অনুষ্ঠানে গিয়ে দু’একখানা বিবৃতি ইত‌্যাদি– ব‌্যস।

Advertisement

ঠিক যেমন বর্তমানে কেউ জানে না, মহেন্দ্র সিং ধোনি সম্পূর্ণ অন্তরালে থেকে কী ভাবে ঝাড়খণ্ডের অনূর্ধ্ব-১৯ টিমকে মানসিকভাবে তৈরি করছেন! রীতমতো পেপ-টক দিয়ে, জয়-মন্ত্র দিয়ে। আর সেটাও ঢাক-ঢোল বাজিয়ে নয়। নিতান্ত অনাড়ম্বরে। প্রবল আটপৌরে মেজাজে।

আগামী ১৬ নভেম্বর থেকে কোচবিহার ট্রফি খেলতে নামছে ঝাড়খণ্ড অনূর্ধ্ব উনিশ টিম। প্রথম ম‌্যাচে তাদের প্রতিপক্ষ সৌরাষ্ট্র। এবং লিখে দেওয়া যায় যে, সেই যুদ্ধের আগে ঝাড়খণ্ড ক্রিকেটাররা ভাবতেও পারেননি দু’বারের বিশ্বজয়ী অধিনায়কের একখানা মিনিট চল্লিশের সেশন তাঁরা পেয়ে যাবেন। ঝাড়খণ্ডে খোঁজ নিয়ে জানা গেল, দিন দু’য়েক পূর্বে ধোনির সেশনে প্রথম দিকে ক্রিকেটাররা এতটাই বিস্মিত হয়ে যান যে, তাঁরা কথাবার্তা বলতে পারছিলেন না! মোটামুটি বাক‌্যহারা হয়ে যান তাঁরা।

স্বাভাবিক। সামনে যে সাক্ষাৎ বসে স্বয়ং ধোনি! এটাও শোনা গেল, অনূর্ধ্ব ক্রিকেটারদের নিশ্চুপ থাকতে দেখে নাকি ধোনি মজা করে বলেনও যে, কিছু জিজ্ঞাস‌্য না থাকলে তিনি ঘুরতে চলে যাবেন! তাই কিছু জানার থাকলে, কিছু বলার থাকলে, নির্দ্বিধায় বলে ফেলতে। তা, ঝাড়খণ্ড অনূর্ধ্ব উনিশ টিমকে কী বলেছেন ধোনি? ‘ক‌্যাপ্টেন কুল’ দু’খানা মন্ত্র দিয়েছেন বলে জানা গেল। এক) শুধুমাত্র স্কিল নিয়ে খাটাখাটনি করলে চলবে না। ক্রিকেটে আসল হল মাইন্ডগেম। মানসিকতার খেলা। যার মানসিক কাঠিন‌্য যত বেশি, তার সফল হওয়ার সম্ভাবনা তত বেশি। এক্ষেত্রে বলতে গিয়ে ধোনি ঝাড়খণ্ডের জুনিয়র পর্যায়ের নির্বাচক অরিন্দম ঘোষের উদাহরণ টেনে আনেন। তিনি নাকি বলে দেন যে, কিপার হিসেবে অরিন্দম তাঁর থেকে টেকনিক‌্যালি ভালো ছিলেন। কিন্তু তিনি বেরিয়ে গিয়েছেন মাইন্ডগেমে। মানসিকতায়। ক্রিকেটে মানসিক ভাবে পোক্ত হওয়া প্রয়োজন। স্কিল উনিশ-বিশ হতে পারে। তাতে চলে যাবে। কিন্তু মানসিক ভাবে শক্ত না হলে কিছুতেই এগনো যাবে না। দুই) তিরিশ-চল্লিশ রান করে তৃপ্ত হয়ে পড়লে চলবে না। ভাবা যাবে না যে, বিরাট কিছু করে ফেলেছি। ভালো স্টার্ট পেলে, সেটাকে বড় রানে পরিণত করতে হবে।

ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার কেউ কেউ বলছিলেন যে, এমন বিশাল মাপের তারকা হওয়া সত্ত্বেও যে ভাবে অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটারদের সঙ্গে মাটিতে বসে ক্লাস নিয়ে গেলেন ধোনি, তা এক কথায় অকল্পনীয়। একটা সামান‌্য চেয়ার-টেবলের প্রয়োজনও তাঁর হয়নি। অবশ‌্য একদিক থেকে দেখলে ঠিকই আছে। মহেন্দ্র সিং ধোনি কবেই বা আর মহাতারকাদের জাগতিক নিয়মে চলেছেন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার পর মহেন্দ্র সিং ধোনি আর বিশেষ শিরোনামে-টামে থাকেন না।
  • অনূর্ধ্ব ক্রিকেটারদের নিশ্চুপ থাকতে দেখে নাকি ধোনি মজা করে বলেনও যে, কিছু জিজ্ঞাস‌্য না থাকলে তিনি ঘুরতে চলে যাবেন!
  • ‘ক‌্যাপ্টেন কুল’ দু’খানা মন্ত্র দিয়েছেন বলে জানা গেল।
Advertisement