সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত কি খেলবেন ঘরোয়া ক্রিকেটে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। মঙ্গলবার জানা গিয়েছিল, বিসিসিআইয়ের নির্দেশ মেনে রোহিত ঘরোয়া ক্রিকেট খেলতে রাজি হয়েছেন। কিন্তু ২৪ ঘণ্টা যেতে না যেতেই চিত্রনাট্যের বদল ঘটেছে অনেকটাই। জানা গিয়েছে, এখনও পর্যন্ত নাকি মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে এ ব্যাপারে কিছুই জানায়নি হিটম্যান। এ কথা জানিয়েছেন মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা।
ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হচ্ছে বিজয় হাজারে ট্রফি। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে রোহিতকে দেখতে চাইছে বোর্ড। বিরাট কোহলিও খেলুক সেটাও চায় বিসিসিআই। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বোর্ডের এক সূত্র বলেছেন, “বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট তাদের দুজনকেই জানিয়ে দিয়েছে যে ভারতের হয়ে খেলতে হলে তাদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। যেহেতু তাঁরা দু'জনেই দুটি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন, তাই ম্যাচ ফিট থাকার জন্য তাঁদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে।” আর বোর্ডের এই প্রস্তাবে নাকি রাজিও হয়েছেন রোহিত।
যদিও এবার জানা গেল অন্য কথা। সংবাদ সংস্থা পিটিআই'কে মুম্বই ক্রিকেটের এক কর্তা বলেন, "আমি যতটুকু জানি এখনও আমাদের এ ব্যাপারে কিছু জানায়নি রোহিত।" অর্থাৎ, তিনি বিজয় হাজারেতে খেলবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে রোহিত কিন্তু দক্ষিণ আফ্রিকা সিরিজকে মাথায় রেখে মুম্বইয়ের হোটেল জিমে শরীরচর্চা করছেন তিনি। বিকেসি গ্রাউন্ডে শরদ পওয়ার ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলনও জারি রেখেছেন। দিন কয়েক আগে রোহিতের সঙ্গে যশস্বী জয়সওয়ালকেও অনুশীলন করতে দেখা গিয়েছিল।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড মিলিয়ে ছ’টি ওয়ানডে খেলবে ভারত। ৩০ নভেম্বর থেকে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নামবেন রোহিত, বিরাটরা। পরের দু’টি ম্যাচ ৩ এবং ৬ ডিসেম্বর। এরপর ১১ জানুয়ারি থেকে শুরু কিউয়িদের বিরুদ্ধে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ১৪ এবং ১৮ জানুয়ারি। অর্থাৎ দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড সিরিজের মধ্যে ৭ সপ্তাহ ব্যবধান থাকবে।
অন্যদিকে, ২৪ ডিসেম্বর থেকে বিজয় হাজারে ট্রফি। ওয়ানডে ফরম্যাটের এই ঘরোয়া প্রতিযোগিতা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। সবচেয়ে বড় কথা, এই টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি হবে ৮ জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ, নিউজিল্যান্ড সিরিজের আগে শেষ হয়ে যাবে গ্রুপ পর্বের খেলা। সব মিলিয়ে কিউয়িদের বিরুদ্ধে নামার আগে ৭টি ঘরোয়া ওয়ানডে রয়েছে। এখন দেখার, বিজয় হাজারেতে হিটম্যান খেলেন কিনা।
