সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক ক্রিকেট তারকা নাসিম শাহের বাড়িতে ভয়াবহ হামলার ঘটনা। দুষ্কৃতীরা নাসিমের লোয়ার দিরের বাড়িতে ঢুকে লাগাতার গুলি চালাতে থাকে। তবে কোনও হতাহতের খবর নেই। নাসিম শাহ এই মুহূর্তে রাওয়ালপিণ্ডিতে ম্যাচ খেলতে ব্যস্ত। কিন্তু নাসিমের বাড়িতে হামলার পর কথা উঠছে, নিজের দেশেই নিরাপদ নন পাকিস্তান ক্রিকেটাররা।
জানা গিয়েছে ১০ নভেম্বর, অর্থাৎ সোমবার রাতে খাইবার পাখতুনখোয়া অঞ্চলে নাসিমের বাড়িতে কয়েকজন দুষ্কৃতী বন্দুক নিয়ে ঢুকে পড়ে। কিছুক্ষণ এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। পুলিশ এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। কেন এই আক্রমণ ঘটল কিংবা কারা আক্রমণ করল, তা জানা যায়নি। নাসিমের ঘনিষ্ঠ আত্মীয়দের একটা বড় অংশ অবশ্য ইসলামাবাদে থাকে। তবে পাখতুনখোয়া তাঁর জন্মস্থান। সেখানেও অনেক আত্মীয় থাকেন। পাখতুনখোয়ায় দীর্ঘদিন ধরেই তেহরিক-ই-তালিবান, বালোচ লিবারেশন আর্মির মতো স্বাধীনতাকামী সংগঠনগুলি পাক সেনার অত্যাচারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরব। নাসিমের বাড়িতে হামলার নেপথ্যে এই বিষয় আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।
যদিও এই ঘটনার পরও দলের সঙ্গেই থাকছেন নাসিম। নিজের পরিবারের কাছে ফিরছেন না তিনি। এই মুহূর্তে রাওয়ালপিণ্ডিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ চলছে পাকিস্তানের। প্রথম ওয়ানডেতে দলেও আছেন তিনি।
উল্লেখ্য, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বারবার হামলার শিকার হয় পাক সেনা। সাম্প্রতিক সময়ে একাধিকবার এই অঞ্চলে হামলার মুখে পড়েছে পাক সেনা। মৃত্যু হয়েছে বহু জওয়ানের। পালটা এই জায়গাগুলিতে সামরিক অভিযান আগের চেয়ে অনেক বাড়িয়েছে শাহবাজ সরকার।
