shono
Advertisement
Rohit Sharma

রোহিতের পাকিস্তানে যাওয়া নিয়ে আশাবাদী পিসিবি, দ্রুত ভিসার ব্যবস্থা সরকারের

দিনকয়েক আগে আইসিসি প্রতিনিধি দলের সদস্য হিসাবে তিনজন ভারতীয় গিয়েছিলেন পাকিস্তানে।
Published By: Anwesha AdhikaryPosted: 02:12 PM Jan 16, 2025Updated: 02:21 PM Jan 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানে যাবেন রোহিত শর্মা! টুর্নামেন্ট শুরুর আগেই শুরু হয়েছে এমন জল্পনা। এহেন পরিস্থিতিতে পাক বোর্ড আশাবাদী ভারত অধিনায়ককে নিয়ে। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে অন্যান্য অধিনায়কদের সঙ্গে রোহিতও পাকিস্তানে আসবেন বলে আশা রাখছে পিসিবি। এমনকী রোহিত-সহ অন্যান্য ভারতীয় আধিকারিকদের জন্য দ্রুত ভিসার ব্যবস্থাও সেরে ফেলেছে পাক বোর্ড, খবর সূত্রের।

Advertisement

ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলবে দুবাইয়ে, কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান হবে পাকিস্তানেই। পিসিবি নাকি এই ব্যাপারটা নিয়ে আইসিসি-র সম্মতি পেয়ে গিয়েছে। ১৯ ফেব্রুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু হচ্ছে। পাকিস্তান নিজেদের মাঠে প্রথম ম্যাচ খেলবে। শোনা যাচ্ছে, ১৬ কিংবা ১৭ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে প্রত্যেক টিমের অধিনায়ককে উপস্থিত থাকতে হয়। এখন রোহিতকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হবে কি না, সেটাই বড় প্রশ্ন। কারণ সরকারি অনুমতি ছাড়া এটা সম্ভব নয়। একটা মহল মনে করছে, টিম যেখানে পাকিস্তানে খেলতে যাচ্ছে না, সেখানে অধিনায়ক কী করে যাবেন? এই বিষয়ে বিসিসিআইয়ের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

যদিও পিসিবি আশা করছে যে ভারত অধিনায়কও থাকবেন ওই উদ্বোধনী অনুষ্ঠানে। পিসিবির তরফে বলা হচ্ছে, তারা ইতিমধ্যেই আইসিসি-কে জানিয়ে দিয়েছে যে উদ্বোধনী অনুষ্ঠান পাকিস্তানেই হবে। পিসিবির কথা অনুয়ায়ী, আইসিসি নাকি তাতে সম্মতি দিয়েছে। যদিও আইসিসি-র তরফ থেকে এটা নিয়ে কোনওরকম সরকারি বিবৃতি দেওয়া হয়নি এখনও পর্যন্ত। তবে পাকিস্তান বোর্ড সূত্রে খবর, ভারত অধিনায়ক রোহিত আসবেন বলেই ধরে রেখেছে তারা। তবে রোহিতের পরিবর্তে ভারতের প্রতিনিধি হিসাবে অন্য কাউকেও পাঠানো হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে।

ভারতের তরফে পাকিস্তানে যেই যান না কেন, তিনি যেন দ্রুত ভিসা পেয়ে যান তার জন্য যাবতীয় ব্যবস্থা সেরে ফেলেছে পিসিবি। সেদেশের সরকারের থেকে সবুজ সংকেত জোগাড় করে ফেলেছে তারা। বোর্ড সূত্রে জানানো হয়েছে, দিনকয়েক আগে আইসিসি প্রতিনিধি দলের সদস্য হিসাবে তিনজন ভারতীয় গিয়েছিলেন পাকিস্তানে। তাঁদের জন্য দ্রুত ভিসার ব্যবস্থা করা হয়েছিল। সেইভাবেই নাম পাওয়ামাত্র রোহিতদের জন্যও দ্রুত ভিসা দেওয়া হবে পাকিস্তানের পক্ষে। সবমিলিয়ে, রোহিত আসবেনই, আশায় বুক বাঁধছে পিসিবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলবে দুবাইয়ে, কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান হবে পাকিস্তানেই।
  • রোহিতের পরিবর্তে ভারতের প্রতিনিধি হিসাবে অন্য কাউকেও পাঠানো হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে।
  • ভারতের তরফে পাকিস্তানে যেই যান না কেন, তিনি যেন দ্রুত ভিসা পেয়ে যান তার জন্য যাবতীয় ব্যবস্থা সেরে ফেলেছে পিসিবি।
Advertisement