সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ১৪ ওভার। প্রবল বৃষ্টির জেরে ভেস্তে গিয়েছে গাব্বা টেস্টের প্রথম দিন। তার মধ্যেই ক্রিকেটপ্রেমীদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে হাওয়া অফিস। পূর্বাভাস, আগামী পাঁচ দিনই বৃষ্টি হতে পারে ব্রিসবেনে। অর্থাৎ গাব্বা টেস্টের পুরোটাই হয়তো ভেসে যেতে পারে বৃষ্টিতে।
বরুণদেবের রোষে কার্যত ভেস্তে গিয়েছে গাব্বা টেস্ট। প্রথম দিনে প্রথম সেশনে প্রায় দেড় ঘণ্টা খেলা বন্ধ থাকে। মধ্যাহ্নভোজের পর থেকে খেলা পুরোপুরি বন্ধ থাকে। চা পানের বিরতির সময় এসে গেলেও বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই। তবে ধৈর্য্য ধরে মাঠে অপেক্ষা করেন ভক্তরা। কিন্তু প্রথমদিন আর খেলা শুরু করা যায়নি। শেষ পর্যন্ত স্থানীয় সময় বিকেল সোয়া চারটে নাগাদ আম্পায়ার জানিয়ে দেন, গাব্বা টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত। দিনের শেষে ১৩.২ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ২৮। ক্রিজে রয়েছেন ওপেনার উসমান খোয়াজা এবং নাথান ম্যাকসুইনি। যথাক্রমে ১৯ এবং ৪ রান করেছেন দুই ব্যাটার।
আম্পায়ার জানিয়েছেন, দ্বিতীয় দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে। রবিবার ভারতীয় সময় সকাল ৫টা ২০ থেকে গাব্বা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। কমপক্ষে ৯৮ ওভারের খেলা হবে দ্বিতীয় দিনে। কিন্তু ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। স্থানীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ৪৬ শতাংশ বৃষ্টি হতে পারে ব্রিসবেনে। সকালেই বৃষ্টি হতে পারে। তবে দ্বিতীয় দিনে মেঘলা আবহাওয়ার ফায়দা তুলতে পারেন ভারতীয় পেসাররা। যদিও গাব্বার প্রথম দিনে উইকেট থেকে পেসাররা সেভাবে সাহায্য পাননি।
টেস্টের বাকি তিনদিনও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তৃতীয় ও চতুর্থ দিনে ৬৭ শতাংশ এবং পঞ্চম দিনে ৫৫ শতাংশ বৃষ্টি হতে পারে বলে দাবি হাওয়া অফিসের। শেষ পর্যন্ত কি বৃষ্টিতে ভেস্তে যাবে গোটা টেস্ট? নাকি ব্যাটে-বলে লড়াইয়ে জয় পাবে কোনও দল?