সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোটের জন্য সেমিফাইনাল ও ফাইনালে খেলতে না পারেননি তিনি। সেই জায়গায় খেলেছিলেন শেফালি বর্মা। দুর্ভাগ্যের বিষয়, ভারত চ্যাম্পিয়ন হলেও বিজয়ীর মেডেল পাননি প্রতীকা। যদিও অবশেষে তাঁর আক্ষেপ মিটল। আইসিসি সভাপতি জয় শাহের উদ্যোগে তাঁকে পদক দেওয়া হয়েছে বলেই নিশ্চিত করেছেন প্রতীকার বাবা।
বিশ্বকাপ জয়ের পথে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েও আইসিসি'র নিয়মের কারণে বিজয়ীর পদক পাননি ওপেনার প্রতীকা রাওয়াল। কারণ চোটের জন্য টুর্নামেন্টের ফাইনালে তিনি ছিলেন না। চমকপ্রদভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় প্রতীকার গলায় মেডেল ছিল। মোদির সঙ্গে তাঁর যে ছবিগুলি প্রকাশ্যে এসেছে, তাতে একটি ছবিতে প্রতীকার গলায় মেডেল দেখা গিয়েছিল। কেউ কেউ বলছে, আইসিসি হয়তো নিয়ম শিথিল করে প্রতীকার অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে মেডেল দিয়েছে। প্রতীকার বাবার মন্তব্যের পর এই ব্যাপারে বিভ্রান্তি দূর হবে।
প্রতীকার বাবা প্রদীপ রাওয়াল এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, "জয় শাহ ব্যক্তিগতভাবে আমাদের মেসেজ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, আইসিসির সঙ্গে কথাও বলে পদক দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার আগেই সেই পদক প্রতীকাকে দেওয়া হয়েছে।"
বিশ্বকাপে অসাধারণ ফর্মে ছিলেন ২৫ বছর বয়সি ওপেনার। স্মৃতি মন্ধানার সঙ্গে জুটি বেঁধে ভারতকে বহুবার বড় রানের দিকে এগিয়ে দিয়েছেন। ৫১.৩৩ গড়ে ৩০৮ রান করেছেন। তিনি এবারের টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। সর্বোচ্চ ১২২ রান। চোটের জন্য দলে না থাকলেও প্রতীকা হুইল চেয়ারে বসে সতীর্থদের সঙ্গে সেলিব্রেট করেন বিশ্বজয়ের মুহূর্ত। কিন্তু মেডেল থেকে বঞ্চিত থাকতে হয়েছিল তাঁকে। অবশেষে সেই আক্ষেপ মিটল প্রতীকার।
