আইপিএল নিলাম মানেই টানটান উত্তেজনা। কোন ক্রিকেটার কোন দলে গেলেন, কার জন্য কতদূর ঝাঁপাল কোন দল-সব মিলিয়ে রোমহর্ষক। তবে তার আগে উত্তেজনা বাড়ায় রিটেনশন পর্ব। কোন ক্রিকেটারকে ‘দূর’ করে দিল কোন স্কোয়াড, কাকেই বা ট্রেড করে নিজের ঘর গুছিয়ে নিল ফ্র্যাঞ্চাইজিগুলো, সেগুলোও কম নাটকীয় নয়। একনজরে সব দলের মিনি নিলাম পূর্ববর্তী রণকৌশল। আজ পাঞ্জাব কিংস।
একাধিক তারকাকে নিয়ে দল গঠন করে পাঞ্জাব কিংস। কিন্তু কোনওবারই ট্রফি আসেনি তাদের ঘরে। দু'বার ফাইনাল উঠেও স্বপ্নভঙ্গ হয়েছে প্রীতি জিন্টার দলের। গতবারেও ফাইনালে উঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৬ রানে হেরে গিয়েছিল পাঞ্জাব। তবে নয়া উদ্যমে ট্রফির দৌড়ে নামতে চলেছে পাঞ্জাব কিংস। এহেন পরিস্থিতিতে মিনি নিলামে অংশ নেবে পাঞ্জাব।
২০২৫ আইপিএলের পূর্ণ স্কোয়াড: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, বিষ্ণু বিনোদ, জস ইংলিশ, হর্নুর পান্নু, পিলা অবিনাশ, প্রভসিমরন সিং, শশাঙ্ক সিং, মার্কান স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, হরপ্রীত ব্রার, মার্কো জানসেন, আজমাতুল্লা ওমরজাই, প্রিয়াংশ আর্য, অ্যারন হার্ডি, মুশির খান, সূর্যাংশ শেডগে, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, বৈশ্যক বিজয় কুমার, যশ ঠাকুর, লকি ফার্গুসন, কুলদীপ সেন, জেভিয়ার বার্টলেট, প্রবীণ দুবে।
কাদের ছাড়া হতে পারে?
লকি ফার্গুসন: টি-টোয়েন্টিতে অন্যতম সেরা পেসার তিনি। দুর্দান্ত বৈচিত্র্য রয়েছে। গত মরশুমে ৪ ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। তবে চোটের কারণে ছিটকে যেতে হয়েছিল। গত মরশুমে এই কিউয়ি তারকাকে ২ কোটিতে কিনেছিল পাঞ্জাব কিংস।
সূর্যাংশ শেডগে: গত মরশুমে এই ২২ বছর বয়সি তারকাকে ৩০ লক্ষ টাকায় কেনে প্রীতি জিন্টার দল। ঘরোয়া ক্রিকেটে বিগ হিটার হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন। কিন্তু পাঞ্জাবের হয়ে আইপিএলে ঝড় তুলতে ব্যর্থ হয়েছিলেন। ৩ ম্যাচে মাত্র ৭ রান করেছিলেন। এবার তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।
আজমতুল্লাহ ওমরজাই: ২.৪০ কোটিতে তাঁকে দলে নিয়েছিল পাঞ্জাব। ৯ ম্যাচে ৮টি উইকেট নিয়েছিলেন তিনি। পাঁচ ইনিংসে ৫৭ রান করেছেন। তাঁকে এবার হয়তো ছেড়ে দেবে পাঞ্জাব কিংস। কমদামে আবারও তাঁকে ফেরানোর রাস্তাও খোলা থাকছে ম্যানেজমেন্টের কাছে।
মার্কাস স্টয়নিস: টি-টোয়েন্টিতে নিঃসন্দেহে বড় নাম এই অজি তারকা। ২০২৪ মরশুমে পিবিকেএসের হয়ে ম্যাচ উইনার ছিলেন। ১৪ ম্যাচে করেছিলেন ৩৮৮ রান। তবে ২০২৫ মরশুমে অনেকটাই নিষ্প্রভ ছিলেন। ১৩ ম্যাচে করেছিলেন ১৬০ রান। গড় ২৬.৬৭। সর্বোচ্চ অপরাজিত ৪৪। গত মরশুমে তাঁকে ১১ কোটিতে কেনে পাঞ্জাব। স্টয়নিসকে ছেড়ে দিতে পারে তারা।
গ্লেন ম্যাক্সওয়েল: অজি তারকেকে দলে নিতে ৪.২০ কোটি টাকা খরচ করেছিল পাঞ্জাব। কিন্তু গত মরশুমে ৭ ম্যাচে করেছিলেন মাত্র ৪৮ রান। তাঁকেও হয়তো ছেড়ে দিতে পারে পাঞ্জাব।
যেহেতু একাধিক খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার কথা ভাবছে পাঞ্জাব, তাই নিলামে তাঁদের বদলি পেতে প্রীতি জিন্টার দল যে ঝাঁপাতে চলেছে, তা বলাই বাহুল্য।
কত পার্স থাকতে পারে নিলামে?
২০২৫ সালের আইপিএল মেগা নিলামের পর পাঞ্জাব কিংসের হাতে ছিল ৩৫ লক্ষ টাকা। এবারের মিনি নিলামে ২০ কোটিরও বেশি পার্স নিয়ে বসতে পারে ম্যানেজমেন্ট।
