shono
Advertisement

Breaking News

RCB

'বিরাটরা খেলবেন চিন্নাস্বামীতেই', সরকারি নির্দেশের 'উলটো সুর' কর্নাটকের উপমুখ্যমন্ত্রীর!

পদপিষ্ট কাণ্ডের পর চিন্নাস্বামী নিয়ে কড়া পদক্ষেপ করেছে কর্নাটক সরকার।
Published By: Anwesha AdhikaryPosted: 07:45 PM Dec 07, 2025Updated: 07:45 PM Dec 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পদপিষ্ট কাণ্ডে ১১ জনের মৃত্যুর পর আদৌ কি চিন্নাস্বামীর দরজা খুলবে দর্শকদের জন্য? বিরাট কোহলির রাজকীয় ব্যাটিং কি গ্যালারিতে বসে দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা? এমন নানা প্রশ্নের মাঝেই বিরাট ঘোষণা করলেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। স্পষ্ট জানিয়ে দিলেন, আইপিএল অন্যত্র সরবে না। খেলা হবে চিন্নাস্বামীতেও।

Advertisement

চলতি বছরের ৪ জুন কোহলিদের বিজয় মিছিলে পদপিষ্টের ঘটনা ঘটে। মৃত্যু হয় ১১ জনের। অন্তত ৪৭ জন আহত হন। তারপর থেকে কার্যত ‘একঘরে’ চিন্নাস্বামী স্টেডিয়াম। পদপিষ্টের ঘটনার পর মহিলাদের বিশ্বকাপের ম্যাচও চিন্নাস্বামী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। গুঞ্জন ছড়ায়, আইপিএলের ম্যাচও সরতে পারে চিন্নাস্বামী থেকে। শোনা যায় বেঙ্গালুরু নয়, পুণের গাহুঞ্জেতে খেলতে পারে আরসিবি। কর্নাটক সরকারে বিশেষ নির্দেশিকার পরে এই গুঞ্জন আরও জোরদার হয়।

এহেন পরিস্থিতিতেই আরসিবি এবং আইপিএল নিয়ে সরব হয়েছেন শিবকুমার। কর্নাটকের উপমুখ্যমন্ত্রী জানিয়েছেন, "আমি নিজেও ক্রিকেট খুবই ভালোবাসি। যে দুর্ঘটনা ঘটে গিয়েছে তার পুনরাবৃত্তি যেন না হয়, সেটা নিশ্চিত করব আমরা। চিন্নাস্বামীতে এমনভাবে ক্রিকেটের আসর বসবে যা গোটা বেঙ্গালুরুর সম্মানকে তুলে ধরবে। আইপিএল অন্যত্র সরানো হবে না। এই চিন্নাস্বামীতেই খেলা হবে। এই স্টেডিয়াম কর্নাটক এবং বেঙ্গালুরুর গর্ব, সেটাই বজায় থাকবে।"

আরসিবির বিজয়মিছিলে পদপিষ্ট হওয়ার ঘটনায় দায় কার, সেই নিয়ে বিস্তর চাপানউতোর হয়েছে। কর্নাটক সরকার, ক্রিকেট সংস্থা এবং আরসিবি ম্যানেজমেন্ট একে অপরকে দোষারোপ করেছে। দিনকয়েক আগে কর্নাটক সরকারের তরফ থেকে জানানো হয়, বিপুল পরিমাণ দর্শকদের জন্য চিন্নাস্বামী আদৌ সুরক্ষিত কিনা সেটার প্রমাণ দিতে হবে। তবে রবিবার শিবকুমার খানিকটা উলটো সুরে জানিয়েছেন, ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেবে কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন। আইপিএল হলেও রাশ টানা হতে পারে চিন্নাস্বামীর দর্শকসংখ্যায়, এমনটাও মনে করছেন অনেকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চলতি বছরের ৪ জুন কোহলিদের বিজয় মিছিলে পদপিষ্টের ঘটনা ঘটে। মৃত্যু হয় ১১ জনের। অন্তত ৪৭ জন আহত হন।
  • আইপিএল অন্যত্র সরানো হবে না। এই চিন্নাস্বামীতেই খেলা হবে। এই স্টেডিয়াম কর্নাটক এবং বেঙ্গালুরুর গর্ব, সেটাই বজায় থাকবে।
  • দিনকয়েক আগে কর্নাটক সরকারের তরফ থেকে জানানো হয়, বিপুল পরিমাণ দর্শকদের জন্য চিন্নাস্বামী আদৌ সুরক্ষিত কিনা সেটার প্রমাণ দিতে হবে।
Advertisement