shono
Advertisement
IPL

এবারও ভারতের বাইরে আইপিএল নিলাম! কবে-কোথায় নির্ধারিত হবে ক্রিকেটারদের ভবিষ্যৎ?

কেন দেশের বাইরে হবে আইপিএলের মিনি নিলাম?
Published By: Arpan DasPosted: 08:02 PM Nov 11, 2025Updated: 08:02 PM Nov 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে নয়, এবারও আইপিএলের নিলামপর্ব অনুষ্ঠিত হতে পারে বিদেশের মাটিতে। গত দুই সংস্করণের নিলাম হয়েছে যথাক্রমে দুবাই এবং জেড্ডায়। এবারও মধ্য প্রাচ্যের তিন দেশ ছিল দৌড়ে। যেখানে একঝাঁক ভারতীয় ও বিদেশি ক্রিকেটারের ভবিষ্যৎ নির্ধারিত হওয়ার কথা। সেই তালিকায় সংযুক্ত আরব আমিরশাহী এগিয়ে আছে বলেই খবর।

Advertisement

এবছর ডিসেম্বরের মাঝে আইপিএলের নিলাম হওয়ার কথা। সেসময় ভারতে বিভিন্ন অনুষ্ঠান এবং বিয়ের মরশুম হওয়ায় হোটেল বুকিং সংক্রান্ত সমস্যা হয়। মূলত এই বিষয়টি মাথায় রেখেই গত দু’বছর বিদেশে নিলামের আয়োজন করা হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যাতায়াত করাটাও সুবিধাজনক। জানা গিয়েছে এবার আইপিএলের নিলাম হতে পারে আবু ধাবিতে। বোর্ডের এক সূত্র জানিয়েছেন, "আইপিএলের মিনি নিলামের জন্য আবু ধাবিকেই ঠিক করা হয়েছে।"

প্রাথমিকভাবে, ১৪ ডিসেম্বর নিলামের তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছিল। এই তারিখটি ফ্র্যাঞ্চাইজিগুলি গভর্নিং কাউন্সিলকে বেছে দিয়েছিল। তবে সেটা ১৫ বা ১৬ ডিসেম্বরও হতে পারে। আসলে ১৭ ডিসেম্বর থেকে অ্যাসেজের তৃতীয় টেস্ট। এবার অ্যাশেজ হচ্ছে অস্ট্রেলিয়ায়। যারা সম্প্রচারের সঙ্গে যুক্ত, তাদের সুবিধার কথা মাথায় রেখে তারিখ ও স্থান ভাবা হয়েছে বলেই খবর। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাজারে আইপিএলের প্রচার বাড়ানোর ক্ষেত্রেও এই নিলামের ভূমিকা রয়েছে। সেসব দিক মাথায় রেখে এবারও ভারতীয় বোর্ড বিদেশে আইপিএল নিলাম আয়োজনের পথে হাঁটতে চলেছে বলে খবর। উল্লেখ্য, কোন ক্রিকেটারদের ধরে রাখতে চায় ফ্র্যাঞ্চাইজিগুলি, তা জানাতে হবে ১৫ নভেম্বরের মধ্যে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতে নয়, এবারও আইপিএলের নিলামপর্ব অনুষ্ঠিত হতে পারে বিদেশের মাটিতে।
  • গত দুই সংস্করণের নিলাম হয়েছে যথাক্রমে দুবাই এবং জেড্ডায়।
  • এবারও মধ্য প্রাচ্যের তিন দেশ ছিল দৌড়ে। যেখানে একঝাঁক ভারতীয় ও বিদেশি ক্রিকেটারের ভবিষ্যৎ নির্ধারিত হওয়ার কথা।
Advertisement