সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপ নিয়ে বিতর্ক কিছুতেই থামছে না। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভিও নিজের জেদ বজায় রেখেছেন। ট্রফি হস্তান্তরের কোনও নামগন্ধ করছেন না। এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতই বা কেন ছেড়ে কথা বলবে? জানা গিয়েছে, বড়সড় পদক্ষেপ নিতে চলেছে বিসিসিআই। যার ফলে নকভিকে আইসিসির পরিচালকের পদ থেকে সরিয়েও দিতে পারে জয় শাহের আইসিসি।
নকভি শুধু এসিসি প্রধান নন, তিনি পাকিস্তানের মন্ত্রী ও সেদেশের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। মাঠে ভারতের কাছে পাকিস্তান তিনবার হেরেছে। তার 'প্রতিশোধ' নিতে মরিয়া নকভি ভারতকে এশিয়া কাপের ট্রফি দিতে রাজি নন। এই পরিস্থিতিতে সামনের মাসে আইসিসির মিটিং আছে। সেখানে নকভির বিরুদ্ধে অভিযোগ করতে পারে বিসিসিআই। যা নিয়ে ভারতীয় বোর্ডের এক সূত্র বলছেন, "নকভির পরিণতি কী হয়, তা এখন দেখার বিষয়। বিসিসিআই স্পষ্ট করে দিয়েছে যে, নকভির কোনও অধিকার নেই ট্রফিটি নিজের কাছে রাখা এবং ভারতকে হস্তান্তরে রাজি না হওয়া। যেখানে বিসিসিআই এবারের টুর্নামেন্টের সরকারি আয়োজক।"
এশিয়া কাপের ফাইনালে পাক-বধের পর কী কী ঘটেছে, সেগুলো সবার জানা। আসলে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সজোরে ‘থাপ্পড়’ খেয়েছেন নকভি। তিনি শর্ত দিয়েছেন, ভারতকে ট্রফি নিতে হলে নিতে হবে তাঁর হাত থেকেই। সেটাও ঘটা করে অনুষ্ঠান করে। এই প্রস্তাবে যে বিসিসিআই রাজি হবে না, তা বলাই বাহুল্য। এশিয়া কাপের ওই ট্রফি এসিসির অফিসে তালাবন্ধ করে রেখেছেন। একই সঙ্গে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, কোনওভাবেই তাঁর নির্দেশ ছাড়া ওই ট্রফিতে যেন কেউ হাত দিতে না পারে। ট্রফি যদি হস্তান্তর করার প্রয়োজন পড়ে তাহলে সেটা তিনি নিজে করবেন।
