shono
Advertisement
India vs Bangladesh

ভারত-বাংলাদেশ সম্পর্কের জের বাইশ গজেও! বাতিলের পথে দু'দেশের ক্রিকেট সিরিজ?

ডিসেম্বরে দু'দেশের মুখোমুখি হওয়ার কথা ছিল।
Published By: Arpan DasPosted: 02:16 PM Nov 18, 2025Updated: 02:16 PM Nov 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরুষদের পর পিছিয়ে গেল মহিলা দলের ম্যাচও! ডিসেম্বরে বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল বিশ্বচ্যাম্পিয়ন ভারতের। কিন্তু বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে সেই সিরিজ আপাতত না হওয়ার সম্ভাবনা বেশি। যদিও 'বাতিল' বলা হচ্ছে না। তবে কবে হরমনপ্রীত কৌররা বাংলাদেশের মুখোমুখি হবেন, তা নিশ্চিত করে বলা হয়নি।

Advertisement

ডিসেম্বরে বাংলাদেশে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা। যা আইসিসি ফিউচার ট্যুরের অন্তর্গত। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ওই টুর্নামেন্ট দিয়েই অভিযান শুরু করার কথা ভারতের। তবে সেটা পিছিয়ে যেতে পারে। কারণ হিসেবে বলা হচ্ছে, 'দুই দেশের সরকারের মধ্যে কূটনৈতিক জটিলতা।' বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিকল্প খুঁজছে ঠিকই, তবে তা পাওয়া মুশকিল। কারণ জানুয়ারিতে মহিলাদের প্রিমিয়ার লিগ। তারপর অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতের মহিলা দল।

একই পরিস্থিতি ঘটেছিল পুরুষ দলের সঙ্গে। গত আগস্টে সাদা বলের সিরিজে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত-বাংলাদেশের। বাংলাদেশের মাটিতে সিরিজটি আদৌ হবে কিনা, তা নিয়ে জল্পনা প্রথম থেকেই ছিল। সেই জল্পনা সত্যি করে আগামী বছর সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে সিরিজটি। পরিবর্তে শোনা গিয়েছিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারে টিম ইন্ডিয়া। কিন্তু সেই সফরটিও বাতিল করা হয়েছিল।

উল্লেখ্য, মহম্মদ ইউনুসের ক্যাঙারু আদালতে ফাঁসির সাজা ঘোষণা হয়েছে মুজিবকন্যা শেখ হাসিনার। সোমবার ‘বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’-এর তরফে রায় ঘোষণার পর এই ইস্যুতে মুখ খুলল ভারত। বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, বাংলাদেশ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তা ভারতের নজরে রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুরুষদের পর পিছিয়ে গেল মহিলা দলের ম্যাচও! ডিসেম্বরে বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল বিশ্বচ্যাম্পিয়ন ভারতের।
  • কিন্তু সাম্প্রতিক বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে সেই সিরিজ আপাতত না হওয়ার সম্ভাবনা বেশি।
  • যদিও 'বাতিল' বলা হচ্ছে না। তবে কবে হরমনপ্রীতরা বাংলাদেশের মুখোমুখি হবেন, তা নিশ্চিত করে বলা হয়নি।
Advertisement