সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময় সংসার চালাতে বাড়ি বাড়ি গিয়ে গ্যাসের ডেলিভারি দিতে হত। কাঁধে করেও সিলিন্ডার বইতে হয়েছে। কিন্তু গত কয়েক বছরে ভাগ্য বদলেছে খানচাঁদ সিংয়ের। এখন তিনি কাজে যান অত্যাধুনিক স্পোর্টস বাইকে চেপে। সৌজন্যে ছেলে রিঙ্কু সিং।
গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেট সার্কিটে উল্কার গতিতে উত্থান হয়েছে রিঙ্কুর। সেই সঙ্গে আর্থিকভাবেও স্বচ্ছ্বল হয়েছে রিঙ্কুর পরিবার। একসময় ৫০ লক্ষ টাকায় কেকেআরে খেলা রিঙ্কু এবার সই করেছেন ১৩ কোটি টাকার বিনিময়ে। তবে হাতে কোটি কোটি টাকা আসার পরও পরিবারকে ভুলে যাননি রিঙ্কু। বাবা-মার জীবনে স্বাচ্ছন্দ্য আনতে প্রচুর খরচ করছেন তিনি। সম্প্রতি বাবা খানচাঁদ সিংকে রিঙ্কু একটি স্পোর্টস বাইক কিনে দিয়েছেন।
রিঙ্কু তাঁর বাবাকে কাওয়াসাকি নিনজা ৫০০ স্পোর্টস বাইক কিনে দিয়েছেন। যার দাম প্রায় ৫ লক্ষ টাকা। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে ওই বাইক নিয়েই রিঙ্কুর বাবাকে কাজে যেতে দেখা গিয়েছে। যে ইন্ডেন গ্যাসের অফিস থেকে সিলিন্ডার ডেলিভারি করতেন তিনি, সেখানেই এখনও কাজ করেন। ওই বাইকে চেপে সেই ইন্ডেনের অফিসেই গিয়েছেন রিঙ্কুর বাবা। ভিডিওটি সোশাল মিডিয়ায় ভাইরাল। রিঙ্কু যেভাবে বাবা-মায়ের খেয়াল রাখছেন তাতে তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া।
এদিকে শোনা যাচ্ছে রিঙ্কু সিং খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন। অন্তত সেরকমই জল্পনা সোশাল মিডিয়ায়। শোনা যাচ্ছে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান পর্ব সারা হয়ে গিয়েছে কেকেআরের ক্রিকেটারের। তবে প্রিয়ার পরিবারের তরফ থেকে স্বীকার করা হয়েছে, রিঙ্কুর সঙ্গে তাঁর বিয়ে নিয়ে কথাবার্তা চলছে।