shono
Advertisement

Breaking News

Rishabh Pant

লাল বলে ফিরছেন পন্থ, 'দলীপ ট্রফিতে অধিনায়কত্ব পাননি কেন?' তোপ প্রাক্তন ক্রিকেটারদের

ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পরে এই প্রথমবার লাল বলের ক্রিকেটে নামতে চলেছেন পন্থ।
Published By: Anwesha AdhikaryPosted: 12:39 PM Aug 15, 2024Updated: 12:39 PM Aug 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাস খানেক পরই বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ। তারপর নিউজিল‌্যান্ডের বিরুদ্ধে তিন টেস্ট হয়েছে। সেই কথা মাথায় রেখেই দলীপ ট্রফিতে ভারতীয় টেস্ট টিমের বেশিরভাগ ক্রিকেটারকেই রাখা হয়েছে। গত পাঁচ মাস ভারতীয় দল লাল বলের ক্রিকেট খেলেনি। তাই টেস্টের আগে যাতে প্রস্তুতি নিয়ে কোনও সমস‌্যা না হয়, তাই সব ক্রিকেটারকেই দলীপ খেলতে হবে, সেটা শোনাই যাচ্ছিল।

Advertisement

বুধবার দলীপ ট্রফির জন‌্য চারটে টিম বেছে নিলেন জাতীয় নির্বাচকরা। বিরাট কোহলি আর রোহিত শর্মা অবশ‌্য খেলছেন না। শোনা গেল, দলীপে খেলবেন কি না, সেটা রোহিত-বিরাটের উপর ছেড়ে দিয়েছিল বোর্ড। তবে বাকিরা অবশ‌্য সবাই খেলছেন। ঋষভ পন্থ, শুভমান গিল থেকে শুরু করে যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার, সবাইকেই দেখা যাবে দলীপ ট্রফিতে। এদিন প্রথন রাউন্ডের জন‌্য দলীপের চারটে টিম ঘোষণা করা হয়েছে।

[আরও পড়ুন: প্রকাশ্যে পর পর ছুরির আঘাত, দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ইয়ামালের বাবা, ভর্তি হাসপাতালে

‘এ’ দলের অধিনায়ক হয়েছেন গিল। ‘বি’ টিমের ক‌্যাপ্টেন বাংলার অভিমন‌্যু ঈশ্বরণ। ‘সি’ ও ‘ডি’ টিমের অধিনায়ক যথাক্রমে ঋতুরাজ গায়কোয়াড় ও শ্রেয়স আইয়ার। ঋষভ রয়েছেন ‘বি’ দলে। লোকেশ রাহুল, কুলদীপ যাদব রয়েছেন ‘এ’ দলে। যশস্বী আর রবীন্দ্র জাদেজাকে রাখা হয়েছে ‘বি’ টিমে। বাংলা থেকে রয়েছেন অভিষেক পোড়েলও। তাঁকে রাখা হয়েছে ‘সি’ টিমে।

ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পরে এই প্রথমবার লাল বলের ক্রিকেটে নামতে চলেছেন পন্থ। এর আগে টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলে ছিলেন তিনি। কিন্তু বড় ফরম্যাটের ক্রিকেটে এখনও পরিক্ষীত নয় পন্থের ফিটনেস। তাই ঠাসা ক্রীড়াসূচির আগে পন্থের ফিটনেসও দেখে নেওয়া হবে দলীপে। তবে আকাশ চোপড়ার মতো প্রাক্তন ক্রিকেটারদের দাবি, দলীপে অধিনায়কের দায়িত্ব পাওয়া উচিত ছিল পন্থের।

[আরও পড়ুন: ২০৩৬ অলিম্পিক ভারতে! ‘স্বপ্নপূরণের জন্য প্রস্তুত হচ্ছে ভারত’, বললেন প্রধানমন্ত্রী

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার দলীপ ট্রফির জন‌্য চারটে টিম বেছে নিলেন জাতীয় নির্বাচকরা। বিরাট কোহলি আর রোহিত শর্মা অবশ‌্য খেলছেন না। 
  • লোকেশ রাহুল, কুলদীপ যাদব রয়েছেন ‘এ’ দলে। যশস্বী আর রবীন্দ্র জাদেজাকে রাখা হয়েছে ‘বি’ টিমে।
  • ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পরে এই প্রথমবার লাল বলের ক্রিকেটে নামতে চলেছেন পন্থ।
Advertisement