shono
Advertisement
Virat Kohli

করমর্দন বিতর্ক অতীত, হাসিমুখে পাক ভক্তকে অটোগ্রাফ দিলেন রোহিত-বিরাট, ভিডিও ভাইরাল

সূর্যকুমার যাদবদের একেবারে উলটো পথে হাঁটলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা।
Published By: Anwesha AdhikaryPosted: 05:59 PM Oct 16, 2025Updated: 05:59 PM Oct 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করমর্দন বিতর্কে বিদ্ধ ভারত-পাক ক্রিকেটীয় সম্পর্ক। এশিয়া কাপে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু সূর্যকুমার যাদবদের একেবারে উলটো পথে হাঁটলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। অজিভূমে এক পাক ভক্তের আনা জার্সিতে সই করলেন ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা। তবে পাক ভক্তের সঙ্গে তাঁরা করমর্দন করেছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। অস্ট্রেলিয়ার এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Advertisement

বিমান বিভ্রাটের জেরে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর পারথে পৌছন টিম ইন্ডিয়ার তারকারা। তখনও অবশ্য কয়েকজন ভারতীয় সমর্থক রোহিত-কোহলিদের জন্য বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন। ক্লান্ত ক্রিকেটাররা কারও সঙ্গে সেলফি তুলতে পারেননি। সোজা হোটেলে চলে যান। কিন্তু হোটেলের সামনে অপেক্ষারত ভক্তদের নিরাশ করেননি টিম ইন্ডিয়ার তারকারা। সেলফি-অটোগ্রাফের আবদার মেটান।

সেখানেই অপেক্ষা করছিলেন এক পাক ভক্ত। করাচির বাসিন্দা হলেও বিরাট-রোহিতকে তাঁর খুবই পছন্দ। তাই প্রিয় ক্রিকেটারদের দর্শন করতে টিম হোটেলে পৌঁছে গিয়েছিলেন সাহিল নামে ওই পাক ভক্ত। তাঁকে দেখেই এগিয়ে আসেন বিরাট। অটোগ্রাফ চেয়ে কিং কোহলির দিকে আরসিবির জার্সি এগিয়ে দেন সাহিল। হাসিমুখে তাতে সই করে দেন বিরাট। এই বিষয়টি টিম বাসে বসে দেখেন রোহিত।

বাসে বসে থাকা হিটম্যানকে দেখে হাত নাড়েন সাহিল। সেই দেখে বাস থেকে নেমে আসেন রোহিত। পাক ভক্তের আনা টিম ইন্ডিয়ার জার্সিতে সই করে দেন। দুই ভারতীয় সুপারস্টারের এমন আচরণ দেখে মুগ্ধ সাহিল। একবার অনুরোধ করতেই দুই সুপারস্টার যেভাবে তাঁকে অটোগ্রাফ দিয়েছেন, সেই অভিজ্ঞতায় খুশি সাহিল। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এই ঘটনায় ওয়াকিবহাল মহলে গুঞ্জন, পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোয় আপত্তি কিন্তু পাক ভক্তদের অটোগ্রাফ দেওয়াটা চলতে পারে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সূর্যকুমার যাদবদের একেবারে উলটো পথে হাঁটলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা।
  • করাচির বাসিন্দা হলেও বিরাট-রোহিতকে তাঁর খুবই পছন্দ। তাই প্রিয় ক্রিকেটারদের দর্শন করতে টিম হোটেলে পৌঁছে গিয়েছিলেন সাহিল নামে ওই পাক ভক্ত।
  • ওয়াকিবহাল মহলে গুঞ্জন, পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোয় আপত্তি কিন্তু পাক ভক্তদের অটোগ্রাফ দেওয়াটা চলতে পারে?
Advertisement