shono
Advertisement
Champions Trophy

'শামি পুরো ফিট, আমরা যেকোনও পরিস্থিতির জন্য তৈরি', চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতে আত্মবিশ্বাসী রোহিত

বাংলাদেশ ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে একেবারে ফুরফুরে মেজাজে হিটম্যান।
Published By: Anwesha AdhikaryPosted: 07:15 PM Feb 19, 2025Updated: 10:04 PM Feb 19, 2025

আলাপন সাহা: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আত্মবিশ্বাসী রোহিত শর্মা। কেনই বা নিশ্চিন্তে থাকবেন না ভারত অধিনায়ক? ইংল্যান্ড সিরিজে দলের দারুণ পারফরম্যান্স, ফিট হয়ে ওঠা মহম্মদ শামি-কুলদীপ যাদব, একঝাঁক অলরাউন্ডার- ট্রফি জেতার জন্য যাবতীয় অস্ত্র রয়েছে তাঁর হাতে। তাই বাংলাদেশ ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে একেবারে ফুরফুরে মেজাজে হিটম্যান। তবে জানিয়ে দিলেন, একটা একটা ম্যাচ নিয়েই এগোতে চান।

Advertisement

বুধবার সাংবাদিক সম্মেলনে এসে রোহিত বলেন, আট বছর পরে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে। কিন্তু ট্রফি জিততে অনেক কাজ বাকি। অন্য টুর্নামেন্টের মতো গুরুত্ব দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামবে ভারত। অধিনায়কের মতে, ইংল্যান্ড সিরিজে দল দারুণ খেলেছে। ক্রিকেটারদের যা দায়িত্ব দেওয়া হয়েছিল, প্রত্যেক ভূমিকাতেই সফল হয়েছে তারা। তবে রোহিত মেনে নিচ্ছেন, দুবাইয়ের পরিবেশ অনেকটাই আলাদা। সেখানে দ্রুত মানিয়ে নেওয়া জরুরি। পিচ আর বিপক্ষকে বুঝে নিয়ে সেভাবে খেলতে হবে।

বাংলাদেশ ম্যাচের আগে রোহিতকে আত্মবিশ্বাস যোগাচ্ছে দলের প্রত্যেক ক্রিকেটারের ফিট থাকা। সাংবাদিক সম্মেলনে বললেন, "শামি একদম ফিট। কুলদীপের হার্নিয়া অপারেশনের পর ফিটনেস ফিরে পাওয়াটা দরকার ছিল। কে কটা উইকেট পেল সেটা মুখ্য ব্যাপার নয়, ছন্দে থাকা প্রয়োজন। ওদের পাশে রয়েছে টিম ম্যানেজমেন্ট।" ইংল্যান্ড সিরিজে সেঞ্চুরি হাঁকানো গিলের ভূয়সী প্রশংসাও শোনা গেল ভারত অধিনায়কের মুখে। সেই সঙ্গে জানালেন, মেঘলা পরিবেশ হলেও যথেষ্ট অস্ত্র রয়েছে ভারতের কাছে। বোলাররাও পরিবেশের ফায়দা তুলতে পারেন, ব্যাটাররাও ওই পরিবেশে খেলতে জানেন।

৫ স্পিনারকে কেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নেওয়া হল, সেই নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে ক্রিকেটমহলে। রোহিতের মতে, ৫ স্পিনার হিসাবে বিচার করলে মোটেই চলবে না। ওই ৫ জনের মধ্যে তিনজন স্পিন অলরাউন্ডার। অন্য দলে পেস অলরাউন্ডার থাকে, ভারতের রয়েছে স্পিন অলরাউন্ডার। রবীন্দ্র জাদেজা, অয়াশিংটন সুন্দর আর অক্ষর প্যাটেল- তিনজনেই দলে দারুণ ভারসাম্য আনতে পারেন বলে মত ভারত অধিনায়কের। জানালেন, টিম ম্যানেজমেন্টের ভরসাও রয়েছে সকলের উপর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রোহিত মেনে নিচ্ছেন, দুবাইয়ের পরিবেশ অনেকটাই আলাদা। সেখানে দ্রুত মানিয়ে নেওয়া জরুরি। পিচ আর বিপক্ষকে বুঝে নিয়ে সেভাবে খেলতে হবে।
  • মেঘলা পরিবেশ হলেও যথেষ্ট অস্ত্র রয়েছে ভারতের কাছে। বোলাররাও পরিবেশের ফায়দা তুলতে পারেন, ব্যাটাররাও ওই পরিবেশে খেলতে জানেন।
  • ৫ স্পিনারকে কেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নেওয়া হল, সেই নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে ক্রিকেটমহলে।
Advertisement