shono
Advertisement
Rohit Sharma

ফর্মে ফেরার দাওয়াই! বোর্ডের 'ফতোয়া'র পরই মুম্বইয়ের রনজি দলে রোহিত-যশস্বী

অজিঙ্ক রাহানের নেতৃত্বে খেলবেন ভারতের ওপেনিং জুটি।
Published By: Sulaya SinghaPosted: 07:03 PM Jan 20, 2025Updated: 07:04 PM Jan 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'রনজি ট্রফিতে খেলব।' চ্যাম্পিয়ন্স ট্রফি ও ইংল্যান্ড সিরিজের দল ঘোষণার মঞ্চেই জানিয়ে দিয়েছিলেন লাগাতার সমালোচনায় বিদ্ধ রোহিত শর্মা। এবার তাঁর মন্তব্যে সিলমোহর দিল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (MCA)। আসন্ন জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচে মুম্বইয়ের ১৭ জনের দলে রয়েছে ভারত অধিনায়কের নাম। তাঁর পাশাপাশি রয়েছেন যশস্বী জয়সওয়ালও।

Advertisement

সোমবার এমসিএ-র তরফে ১৭ জনের দল ঘোষণা করা হয়। যেখানে আগামী ২৩ জানুয়ারি মুম্বইয়ের মুখোমুখি হবে জম্মু ও কাশ্মীর। সেখানেই অজিঙ্ক রাহানের নেতৃত্বে খেলবেন ভারতের ওপেনিং জুটি রোহিত ও যশস্বী। সাম্প্রতিক সময়ে একাধিক বিতর্ক ধেয়ে এসেছে ভারতীয় ক্রিকেটের দিকে। যেখানে কাঠগড়ায় অধিনায়ক রোহিতও। অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাসকর ট্রফিতে তাঁর ব্যাট থেকে আসে মাত্র ৩১ রান। প্রশ্নের মুখে পড়ে তাঁর নেতৃত্বও। অজিভূমে টিম ইন্ডিয়া ধরাশায়ী হওয়ার পরই একাধিক কড়া পদক্ষেপ করেছে ভারতীয় বোর্ড। ভারতীয় তারকাদের ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ার বিষয়টিও বাধ্যতামূলক বলে জানিয়ে দেওয়া হয়। ফলে রোহিত-বিরাটরা আন্তর্জাতিক ক্রিকেটে যতই ব্যস্ত থাকুন না কেন, টেস্টে ফর্মে ফিরতে তাঁদের যে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে, তা একপ্রকার স্পষ্টই হয়ে গিয়েছিল। এহেন পরিস্থিতিতেই হিটম্যান জানিয়ে দেন, তিনি রনজিতে খেলবেন। এমনকী গত ১৫ জানুয়ারি ওয়াংখেড়েতে মুম্বই দলের সঙ্গে অনুশীলনও করেন তিনি।

রোহিত রনজি খেলা নিয়ে আপত্তি না করলেও ঘরোয়া ক্রিকেটে খেলতে না পারা নিয়ে ঘুরিয়ে বিসিসিআইকেই নিশানা করেছিলেন। বোর্ডের ‘ফতোয়া’র বিরুদ্ধে তিনি বলেন, “যদি কেউ কোনও নির্দিষ্ট ফরম্যাটে না খেলে সময় পায়, তখন ঘরোয়া ক্রিকেটে খেলে। কিন্তু ২০১৯ থেকে নিয়মিতভাবে টেস্ট ক্রিকেট খেলা শুরু করার পর আমার ক্ষেত্রেও একই সমস্যা হয়েছে। খুব বেশি সময় পাওয়া যায় না। সারা বছর ধারাবাহিকভাবে খেলার পর কিছুটা সময় পাওয়া গেলে বিশ্রাম নেওয়াটা দরকার। যাতে পরের মরশুমের প্রস্তুতি নেওয়া যায়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবার এমসিএ-র তরফে ১৭ জনের দল ঘোষণা করা হয়।
  • যেখানে আগামী ২৩ জানুয়ারি মুম্বইয়ের মুখোমুখি হবে জম্মু ও কাশ্মীর।
  • সেখানেই অজিঙ্ক রাহানের নেতৃত্বে খেলবেন রোহিত ও যশস্বী।
Advertisement