সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেটে যেন দুঃসময় শুরু হয়েছে। গত কয়েক মাসে বহু ম্যাচ ও সিরিজের ফলাফল অপ্রত্যাশিতভাবে টিম ইন্ডিয়ার বিপক্ষে চলে গিয়েছে। ড্রেসিংরুম থেকে ছড়িয়েছে নানা রকম গুঞ্জন। এমনকী কোচ গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মার সম্পর্ক নিয়েও বিস্তর লেখালেখি হয়েছে। যদিও রোহিত চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনের মঞ্চ থেকে স্পষ্ট করে দিলেন, গম্ভীরের সঙ্গে কোনওরকম মতবিরোধ নেই।
গম্ভীরের সঙ্গে রোহিতের মতবিরোধের জল্পনা অনেক দিন ধরেই। যদিও সেই জল্পনা গতি পেয়েছে বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন। বিশেষ করে শেষ ম্যাচে রোহিত যেভাবে নিজেকে সরিয়ে নিয়েছিলেন, তাতে অনেকেই ধরে নেন কোচ এবং অধিনায়কের তিক্ততা চরমে পৌঁছে গিয়েছে। যদিও শনিবার সাংবাদিক সম্মেলনে রোহিত এসে স্পষ্ট বলে গেলেন, গম্ভীর এবং তিনি দুজনেই দুজনের উপর আস্থাশীল। একে অপরকে বিশ্বাস করেন।
ভারত অধিনায়ক এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, "আমরা দুজনেই খুব ভালো করে জানি আমাদের কাজটা কী। প্রতিটা ম্যাচের আগে কী কী কৌশল হচ্ছে, সেসব নিয়ে এখানে বসে আমি আলোচনা করব না। কিন্তু আমার কাছে একটা জিনিস গম্ভীর স্পষ্ট করে দিয়েছেন, মাঠে নেমে যাওয়ার পর সবটাই অধিনায়কের উপর। গম্ভীর অধিনায়কের উপর ভরসা করেন।" রোহিতের সাফ কথা, "আমাদের মধ্যে খেলা নিয়ে যাবতীয় আলোচনা হয় মাঠের বাইরে বা সাজঘরে। একবার মাঠে নেমে পড়লে আর কোনও কথা হয় না। তারপর আমি যেটা করি সেটাই চূড়ান্ত। আমাদের পরস্পরের প্রতি এতটা আস্থা আছে।"
তবে রোহিত যতই বলুন গম্ভীরের সঙ্গে তাঁর সম্পর্কে কোনও সমস্যা নেই, এদিনও কিন্তু কোচের সঙ্গে তাঁর মতানৈক্য প্রকাশ্যে এসেছে। ভারতীয় কোচ বর্ডার-গাভাসকর ট্রফির আগে বলেছিলেন, আন্তর্জাতিক স্তরের সব ক্রিকেটারেরই ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত। কিন্তু এদিন রোহিত প্রশ্ন তুললেন, "সময় কোথায়? সময় পেলে ক্রিকেটারা ঘরোয়া ক্রিকেটে খেলতেই চান। কিন্তু সময় পাওয়াটাই কঠিন।"