সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডে ক্রিকেটে শীর্ষস্থান ধরে রাখলেন রোহিত শর্মা। ক্রমতালিকায় এগিয়েছেন বিরাট কোহলিও। অস্ট্রেলিয়া সিরিজে অনবদ্য পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ আইসিসি ওয়ানডে ক্রমতালিকায় তাঁরা দাপট ধরে রাখলেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আরও একটা উল্লেখযোগ্য তথ্য হল, ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন চার ভারতীয়। অন্যদিকে, গত ছ'বছরে এই প্রথম বাবর আজম ওয়ানডে ক্রমতালিকায় প্রথম পাঁচে থাকলেন না।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচে ২০২ রান করেছেন রোহিত শর্মা। গড় ১০১। সিরিজের সর্বাধিক স্কোরার তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে করেছিলেন অপরাজিত ১২১। ম্যাচের সেরা তো বটেই সিরিজের সেরার খেতাবও তিনিই পেয়েছিলেন। ওই অনবদ্য পারফরম্যান্সের পুরস্কার হিসাবে সপ্তাহ দুই আগেই আইসিসি ক্রমতালিকায় দু’ধাপ উঠে শীর্ষস্থানে উঠে এসেছিলেন হিটম্যান। আর এবারও তার ব্যতিক্রম হল না। ৭৮১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখলেন হিটম্যান।
অন্যদিকে, ৭২৫ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন বিরাট কোহলি। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৭৪ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। ৭৪৫ রেটিং নিয়ে ক্রমতালিকায় চতুর্থ স্থানে রয়েছেন অধিনায়ক শুভমান গিল। প্রথম দশে আরও এক ভারতীয় শ্রেয়স আইয়ার। ৭০০ রেটিং নিয়ে নবম স্থানে তিনি। আফগানিস্তানের ইব্রাহিম জাদরান রয়েছেন দ্বিতীয় স্থানে। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল রয়েছেন তৃতীয় স্থানে।
তবে পিছিয়ে পড়েছেন বাবর আজম। ৮৩টি ইনিংসে সেঞ্চুরি নেই পাক ব্যাটারের। তিনি দু'ধাপ নেমে সপ্তম স্থানে নেমে গিয়েছেন। গত ছ'বছরে এই প্রথমবার তিনি প্রথম পাঁচে থাকলেন না। ২০২৩ সালের এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে তাঁর শেষ সেঞ্চুরি এসেছিল। ষষ্ঠ এবং অষ্টম স্থানে রয়েছেন শ্রীলঙ্কার চরিথ আশালঙ্কা, আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর। দশে ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ।
