shono
Advertisement

Breaking News

Rohit Sharma

ছেলের জন্মের ১৫ দিনের মাথাতেই রোহিত-ঋতিকার চমক! ফাঁস করলেন 'জুনিয়র হিটম্যানে'র নাম

১৫ নভেম্বর ভূমিষ্ঠ হয়েছে রোহিত ও ঋতিকার দ্বিতীয় সন্তান।
Published By: Arpan DasPosted: 01:02 PM Dec 01, 2024Updated: 02:22 PM Dec 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'জুনিয়র হিটম্যান'। এতদিন এই নামই মুখে মুখে ঘুরছিল দেশের ক্রিকেটভক্তদের। এবার প্রকাশ্যে এল রোহিত শর্মা ও ঋতিকা সাজদের ছেলের নাম। আর সেই নাম ফাঁস করলেন খোদ ঋতিকাই। সোশাল মিডিয়ায় পরিবারের ছবি দিয়ে 'জুনিয়র হিটম্যান'-এর নাম জানিয়ে দিলেন তিনি।

Advertisement

১৫ নভেম্বর ভূমিষ্ঠ হয়েছে রোহিত শর্মার দ্বিতীয় সন্তান। তার পর সোশাল মিডিয়ায় নিজেই সেই খবর জানিয়েছিলেন ভারত অধিনায়ক। সেখানে একটি ছবি পোস্ট করেন রোহিত। তাতে লেখা ছিল 'ফ্যামিলি'। তিনজনের পরিবার যে চারজনে পরিণত হয়েছে, সেটাও জানানো ছিল। কিন্তু এতদিন পর্যন্ত রোহিতপুত্রের নাম প্রকাশ্যে আসেনি। ভক্তদের মধ্যে সে পরিচিত হচ্ছিল 'জুনিয়র হিটম্যান' নামেই।

এবার ঋতিকা নিজেই জানিয়ে দিলেন সেই বহুপ্রতীক্ষিত নাম। সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে রয়েছে চারটি পুতুলের ছবি। যেন বাবা-মা তাদের ছেলে-মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে। তার মধ্যে একটি পুতুলের টুপিতে লেখা 'রো', স্পষ্টতই তা রোহিত শর্মাকে বোঝাচ্ছে। আরেকটি পুতুলের টুপিতে 'রিতস' দেখা বোঝা যাচ্ছে, তা ঋতিকার নাম। পাশে ছোট্ট মেয়েটির টুপিতে লেখা 'স্যামি'। তা যে রোহিত-ঋতিকার মেয়ে সামাইরার নাম, তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়।

আর ডানপাশে রয়েছে আরেকটি ছোট্ট পুতুল। তার মাথায় লেখা 'আহান'। সেটাই যে 'জুনিয়র হিটম্যান'-এর নাম, তেমনটাই মনে করছেন ভক্তরা। চারজনের সুখী পরিবারের ছবি দেওয়ার সঙ্গে তাঁদের ছেলের নামও জানিয়ে দিলেন রিতিকা। এর আগে সন্তানের জন্মের ব্যাপারে পুরোপুরি গোপনীয়তা রেখেছিলেন রোহিতরা। অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টেও খেলতে পারেননি তিনি। এবার অবশ্য অ্যাডিলেডে নামবেন ভারত অধিনায়ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'জুনিয়র হিটম্যান'। এতদিন এই নামই মুখে মুখে ঘুরছিল দেশের ক্রিকেটভক্তদের।
  • এবার প্রকাশ্যে এল রোহিত শর্মা ও ঋতিকা সাজদের ছেলের নাম। আর সেই নাম ফাঁস করলেন খোদ রিতিকাই।
  • সোশাল মিডিয়ায় পরিবারের ছবি দিয়ে 'জুনিয়র হিটম্যান'-এর নাম জানিয়ে দিলেন তিনি।
Advertisement