সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজয় হাজারে ট্রফিতে স্বপ্নের ফর্মে করুণ নায়ার। ৭ ইনিংসে করেছেন ৭৫২ রান। ঝুলিতে রয়েছে ৫টি সেঞ্চুরি। করুণের প্রশংসায় পঞ্চমুখ শচীন তেণ্ডুলকরও। কিন্তু এত কিছুর পরও প্রশ্ন, ভারতীয় দলে কি শিকে ছিঁড়বে বিদর্ভের হয়ে খেলা ব্যাটারের?
আর কিছুক্ষণের মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা। মাঝের সারিতে কারা খেলবেন, তা নিয়ে এখনও দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। সেখানে কি ঢুকে পড়তে পারেন ৩৩ বছর বয়সি করুণ? বিজয় হাজারে ট্রফিতে যে ফর্মে খেলছেন, তাতে তাঁর জায়গা পাওয়া উচিত বলেই মনে করছে ক্রিকেট মহলের একাংশ। বিদর্ভ ইতিমধ্যেই ফাইনালে চলে গিয়েছে। এবার জুটল শচীন তেণ্ডুলকরের প্রশংসা।
সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, '৭ ইনিংসে ৭৫২ রান, সঙ্গে ৫টি সেঞ্চুরি, অসাধারণের থেকে কম কিছু নয়। এরকম পারফরম্যান্স হঠাৎ করে হয়ে যায় না। একাগ্রতা ও পরিশ্রমের ফসল এই পারফরম্যান্স। আরও শক্তিশালী হয়ে খেলো আর যে সুযোগ পাবে, কাজে লাগাও'। তবে শচীনের প্রশংসার পরও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাঁর ঢোকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।
প্রায় আট বছর তিনি জাতীয় দলের বাইরে। কিন্তু ঘরোয়া ক্রিকেটে তাঁর রানের গতি থামেনি। বিজয় হাজারে ট্রফিতে নয়া নজির গড়েছেন করুণ। সেমিফাইনালে মহারাষ্ট্রের বিরুদ্ধে ৪৪ বলে করেছিলেন ৮৮ রান। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছে। বিজয় হাজারে ট্রফিতে পাঁচটি সেঞ্চুরি হয়ে গেল করুণের। ৬টি ম্যাচে তাঁর পরিসংখ্যান অনেকটা এরকম- ১১২*, ৪৪, ১৬৩*, ১১১*, ১১২, ১২২*। ফাইনালে সেঞ্চুরি করলে বিজয় হাজারেতে এক মরশুমে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড হয়ে যাবে তাঁর।