সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাচে নামলেও একশো শতাংশ ম্যাচ ফি দেওয়া উচিত নয় ক্রিকেটারদের! বোর্ডের সঙ্গে বৈঠকে এমন বিস্ফোরক প্রস্তাব দিলেন ভারতীয় দলের এক তারকা। জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচকপ্রধান অজিত আগরকরের সঙ্গে একমত হয়েই এমন কথা বলেছেন ওই ক্রিকেটার, খবর সূত্রের।
বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের হতশ্রী পারফরম্যান্সের পর রিভিউ মিটিং ডেকেছিল বোর্ড। সেখানে নির্বাচক প্রধান অজিত আগরকরের সঙ্গে হাজির ছিলেন গম্ভীর। জাতীয় দলের এক সিনিয়র তারকাকেও সেই বৈঠকে ডাকা হয়েছিল। সেখানেই গোটা ভারতীয় দল সম্পর্কে বিস্ফোরক দাবি করেন গম্ভীর। স্পষ্ট জানিয়ে দেন, বর্তমানে ভারতীয় দলে যেসমস্ত ক্রিকেটাররা রয়েছেন তাঁরা অত্যন্ত উচ্ছৃঙ্খল। সেজন্যই তাঁদের জন্য কড়া নিয়মের প্রয়োজন।
সেই প্রসঙ্গ ধরেই বৈঠকে উপস্থিত তারকা ক্রিকেটার বলেন, ম্যাচ শেষ হওয়ার পরেই ক্রিকেটারদের হাতে ম্যাচ ফি তুলে দেওয়া উচিত না। ওই ম্যাচে কোন ক্রিকেটার কেমন পারফরম্যান্স করলেন, তার ভিত্তিতে ম্যাচ ফি নির্ধারণ করা হোক। সাধারণত দলের সকল ক্রিকেটারই সমান ম্যাচ ফি পান। কিন্তু সেই নিয়ম এবার বদলে দেওয়ার পক্ষে জোর সওয়াল করেছেন এক ক্রিকেটার স্বয়ং। কিন্তু কে সেই সিনিয়র ক্রিকেটার, সেই নিয়ে কিছু জানা যায়নি। গোটা বিষয় নিয়ে নিশ্চুপ বোর্ডও।
সূত্রের খবর, ওই তারকা ক্রিকেটার নাকি আরও বলেছেন যে দলের সকলে ঘরোয়া ক্রিকেটকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না। জাতীয় দলের প্রতিও তাঁদের মনোযোগ নিয়ে প্রশ্ন রয়েছে। ম্যাচ ফি দেওয়ার আগে সেই বিষয়গুলিও বিবেচনা করে দেখা উচিত। শেষ পর্যন্ত বোর্ড এমন কোনও পদক্ষেপ করবে কিনা, জানা নেই। তবে একজন ক্রিকেটারই সতীর্থদের ম্যাচ ফি কেটে নেওয়ার প্রস্তাব দিচ্ছেন, এমন উদাহরণ হয়তো সেভাবে মিলবে না ভারতীয় ক্রিকেটে।