সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছয়ের ‘রাজা’ রোহিত শর্মা। আন্তর্জাতিক ওয়ানডেতে সবচেয়ে বেশি ছয় এখন রোহিত শর্মার নামে। ভেঙে দিয়েছেন শাহিদ আফ্রিদির রেকর্ড। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রোহিতের প্রশংসায় পঞ্চমুখ। তবে ভারতের কোচ গৌতম গম্ভীরকে ছেড়ে কথা বলছেন না তিনি।
৫০ ওভারের ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড দীর্ঘদিন ছিল পাকিস্তানের শাহিদ আফ্রিদির দখলে। তিনি ৩৯৮ ম্যাচে ৩৫১টি ছক্কা হাঁকিয়েছেন। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে তাঁকে ছাপিয়ে গিয়েছেন রোহিত। যা নিয়ে আফ্রিদি বলছেন, "রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। আমি খুশি, আমার পছন্দের এক প্লেয়ারই সেই রেকর্ড ভেঙেছে।" আইপিএলে ডেকান চার্জার্সের হয়ে খেলেছেন রোহিত-আফ্রিদি। প্রাক্তন সতীর্থকে নিয়ে প্রাক্তন পাক তারকার আরও বক্তব্য, "চার্জার্সে অনুশীলনের সময় ওকে ব্যাট করতে দেখেছি। ওর প্রতিভা আমাকে মুগ্ধ করেছিল। আমি তখনই জানতাম রোহিত একদিন ভারতের হয়ে খেলবে। ও নিজেকে অন্যতম সেরা ব্যাটার হিসেবে প্রমাণ করেছে।"
তবে রোহিত শর্মা-বিরাট কোহলিকে নিয়ে গৌতম গম্ভীরের পরিকল্পনার তীব্র বিরোধী আফ্রিদি। গম্ভীর জমানায় রো-কো টেস্ট থেকে অবসর নিয়েছে। এমনকী ওয়ানডে কেরিয়ারও প্রশ্নের মুখে পড়েছে। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজে দু'জনেই আগুনে ফর্মে ছিলেন। সেটা মনে করিয়ে দিয়ে আফ্রিদি বলছেন, "গম্ভীর এমনভাবে কোচিং শুরু করেছিল, যেন ও যা বলবে সব ঠিক। কিন্তু দেখা গেল কেউ একজন সবসময় ঠিক হতে পারে না। রোহিত-বিরাট আজও ভারতীয় দলের শিরদাঁড়া। ওরা যেভাবে ওয়ানডে সিরিজে খেলেছে, তাতে ২০২৭-র বিশ্বকাপ পর্যন্ত অনায়াসে খেলতে পারে। গম্ভীরের উচিত ওদের বুদ্ধি করে ব্যবহার করা।" এখন বর্ডারের ওপার থেকেও গম্ভীরকে পরামর্শ দেওয়া হচ্ছে। ভারতের হেড কোচ কি শুনছেন?
