shono
Advertisement

Breaking News

Shubman Gill

শুভমান কি শেহনাজের ভাই? গিল পদবির মিল নিয়ে মুখ খুললেন সলমনের অভিনেত্রী

কী জানালেন শেহনাজ?
Published By: Arpan DasPosted: 02:41 PM Nov 12, 2025Updated: 02:41 PM Nov 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুজনেই গিল। একজন ক্রিকেটার, ভারতের দুই ফরম্যাটের অধিনায়ক। অন্যজন অভিনেত্রী, বিগ বসের দৌলতে স্বপ্নের উত্থান। শুভমান ও শেহনাজ, দুই গিলের মধ্যে কি আত্মীয়তা আছে? এই নিয়ে চর্চা কম নয়। অবশেষে মুখ খুললেন শেহনাজ।

Advertisement

বলি অভিনেত্রী কোনও সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছেন না। সম্প্রতি রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টে এসে বলেন, "ও বোধহয় আমার ভাই হবে। সম্ভবত অমৃতসরের পরিবারের দিক থেকে ও আমার আত্মীয়। যখন ও জনপ্রিয়তা পায়, তখন আমারও নামডাক শুরু হয়। মনে হয়, দুজনের মধ্যে ভাই-বোনের সম্পর্ক আছে।" শেহনাজ আরও বলেন, "আমি নিজেকেও এর আগে জিজ্ঞেস করেছি। আমার ধারণা, দুজনে একই পরিবার থেকে এসেছি। কোনও যোগাযোগ তো নিশ্চয়ই আছে। ও ভালো ক্রিকেট খেলছে। আর ও খুব মিষ্টি।"

'যোগাযোগের' ব্যাপারটা নিয়ে অনেকেই চর্চা করছেন। গিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতেন ২০১৬ সালে, তখনই পাঞ্জাবে জনপ্রিয়তা পান শেহনাজ। দুজনের বাড়িই পাঞ্জাবে। শুভমানের জন্মস্থান ফাজিলকায়। সেখান থেকে ক্রিকেটের টানে চলে আসেন মোহালিতে। পাঞ্জাব ক্রিকেট সংস্থার হয়ে বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে খেলে অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ ও বিশ্বকাপ চ্যাম্পিয়ন। তারপর একের পর এক ফরম্যাটে সাফল্য পেয়েছেন। টেস্টের পর ওয়ানডে দলেও অধিনায়ক হয়েছেন।

অন্যদিকে শেহনাজের যাত্রা শুরু হয় মডেল হিসেবে। একাধিক পাঞ্জাবি সিনেমায় অভিনয়ের পর ডাক পান বিগ বসে। চণ্ডীগড় থেকে বলিউডের জার্নিতে সাফল্যের মুখ দেখেছেন। সলমন খানের সিনেমা 'কিসি কি ভাই, কিসি কি জান'-এ অভিনয় করেছেন। শুভমানও কিন্তু অভিনয় করেছেন। তবে সেটা শুধু গলার সাহায্যে। স্পাইডার ম্যানের সিনেমার হিন্দি ডাবিংয়ে শুভমানের গলা শোনা গিয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুজনেই গিল। একজন ক্রিকেটার, ভারতের দুই ফরম্যাটের অধিনায়ক।
  • অন্যজন অভিনেত্রী, বিগ বসের দৌলতে স্বপ্নের উত্থান। শুভমান ও শেহনাজ, দুই গিলের মধ্যে কি আত্মীয়তা আছে?
  • এই নিয়ে চর্চা কম নয়। অবশেষে মুখ খুললেন শেহনাজ।
Advertisement